সিসি নিউজ।। বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও পুলিশ হত্যার প্রতিবাদে নীলফামারীতে তারণ্যের জয়যাত্রার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের উদ্যোগে বুধবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে সমাবেশে মিলিত হয়। এসময় জেলা যুবলীগের সহসভাপতি সুধীর চন্দ্র রায়ের সভাপতিতে প্রধান বক্তার বক্তৃতা দেন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন যুগ্ম সাধারণ সম্পাদক জাফর সাদেক তুহীন, সাংগঠনিক সম্পাদক আবু সুফি সবুজ, সদর উপজেলা যুবলীগের সভাপতি প্রণবা নন্দ রায় রাখাল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি মো. শাহজাহান প্রমুখ।