• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:৩০ অপরাহ্ন |

নীলফামারীতে মানববন্ধনে বিএনপি-জামায়াতকে বয়কটের আহবান নারী নেত্রীদের

সিসি নিউজ।। ’বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের প্রতিবাদ এবং নৃশংস বর্বতার বিরুদ্ধে রুখে দাড়াঁও নারী সমাজ’ শ্লোগানে নীলফামারীতে মানববন্ধন করেছে জেলা মহিলা আওয়ামীলীগ। বুধবার দুপুরে শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে মহিলা আওয়ামীলীগ ছাড়াও আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শিল্পি রানী ও শিল্পী আক্তার, জলঢাকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, জেলা পরিষদ সদস্য মেহেরুন আকতার পলিন বক্তব্য দেন। জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আফরোজা রোজির সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম। জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম সভায় বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে নাশকতা শুরু করেছে। মানুষ হত্যা করছে দেশকে অস্থিতিশীল করে তুলেছে তাদেরকে বয়কট করতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ