• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন |

রওশনপন্থীদের কমিটি আমলে নিতে ইসিতে চিঠি

সিসি নিউজ ডেস্ক।। জাতীয় পার্টির (জাপা) কমিটি পরিবর্তন করে রওশনপন্থীদের কমিটিকে আমলে নিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে চিঠি দিয়েছে দলটির একাংশ।

আজ সোমবার রওশন এরশাদের ঘোষিত কমিটির মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সিইসির একান্ত সচিবের কাছে হস্তান্তর করেন জাপার এই অংশের নেতারা।

চিঠিতে বলা হয়, ২৮ জানুয়ারি জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং একাদশ সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের গুলশানের বাস ভবনে জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মীদের এক জরুরি বর্ধিত সভায় সর্ব সম্মতিক্রমে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপস্থিত সকল নেতৃবৃন্দের ঐকান্তিক দাবির প্রেক্ষিতে জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির গঠনতান্ত্রিক ক্ষমতাবলে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন এবং পার্টি চেয়ারম্যান তাঁর ক্ষমতা বলে কাজী মো. মামুনূর রশিদকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য (পরবর্তী সম্মেলন না হওয়া অবধি) জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ করেছেন।

বর্তমানে নিবন্ধন নং-১২ জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এবং মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ জাতীয় পার্টির দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।

পরে এই অংশের মুখপাত্র সুনীল শুভ রায় সাংবাদিকদের বলেন, জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টির অবক্ষয়, ব্যর্থতার কারণে গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী তিনি (রওশন এরশাদ) দায়িত্বভার গ্রহণ করেছেন এবং চেয়ারম্যান ও মহাসচিবকে অব্যাহতি দিয়েছেন। আপনারা হয়তো এখন প্রশ্ন করবেন যে তারা তো পার্লামেন্টে আছেন। হ্যাঁ, পার্লামেন্টে আছেন তারা তাদের মত পার্লামেন্টে থাকবেন। পার্টিকে আমরা সুসংগঠিত করব।

সুনীল শুভ বলেন, ‘আমরা সম্মেলন করতে যাচ্ছি। আশা করি মার্চের প্রথম দিকে তারিখটি জানতে পারবেন। সম্মেলনের মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ একটি শক্তিশালী ঐক্যবদ্ধ কমিটি উপহার দেব।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সুনীল শুভ বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ আছি। চেয়ারম্যান ও মহাসচিবকে শুধু পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, দল থেকে নয়। এতে দল বিভক্ত হবে না। এ ব্যাপারে আপনাদের নিশ্চয়তা দিতে পারি।’

সুনীল শুভ বলেন, জাতীয় পার্টি জাতীয় পার্টির মতো চলছে, সাংগঠনিকভাবে চলছে। দলের সকল স্তরের নেতা–কর্মীদের দাবির প্রেক্ষিতে করা হয়েছে। যখন দলের সকল পর্যায়ের নেতা–কর্মীরা দাবি জানায়, তখন সেটা গঠনতন্ত্রের চাইতেও বড় বিষয়। কারণ গঠনতন্ত্র জাতীয় পার্টির জন্য, গঠনতন্ত্রের জন্য জাতীয় পার্টি নয়।

উনারা (জিএম কাদেরপন্থীরা) বলেছেন কে কি করল তা আমাদের ধর্তব্যের বিষয় নয়, কেউ আমাদের পদ থেকে সড়াতে পারবে না। বিষয়টি নজরে আনলে সুনীল শুভ বলেন, ‘উনারা সংসদে আছেন, অনেক কথাই বলতে পারেন। তবে এই কথা আমরা ধর্তব্যে নিচ্ছি না। এই কথাটাকে আমরা কোনো আমলেই নিচ্ছি না।’

জাতীয় পার্টির একাংশের চিঠির বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, এই বিষয়ে কমিশনে নথি উপস্থাপন করা হবে। শুধু চিঠি দিলে তো হবে না। কমিশন গঠনতন্ত্র দেখে এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।’

অশোক কুমার বলেন, ‘আমাদের কাছে যে কমিটি আছে, সেখানে চেয়ারম্যান ও মহাসচিব পদে যাকে রাখা হয়েছে তাকেই আমরা আমলে নেব। অন্য কোনো কমিটি হলে তা কাউন্সিলের মাধ্যমে আসতে হবে। এ ক্ষেত্রে দু’পক্ষ থেকে দু’টো কমিটি হলে তখন আমরা বিষয়টি পর্যালোচনা করব। আইনগত দিকগুলো তখন খতিয়ে দেখা হবে।’

গত রোববার গুলশানের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে রওশন এরশাদ জিএম কাদের ও মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়ার ওই ঘোষণা দেন। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ