• বুধবার, ০৮ মে ২০২৪, ১০:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

ফুলবাড়ীতে ১০টি খড়ের পালায় আগুন, লাখ টাকার ক্ষতি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে ১০টি খড়ের পালায় আগুন লেগে ৩২০ পণ খড় পুড়েগেছে। যার বর্তমান বাজার মূল্য ১ লাখ ২৮ হাজার টাকা। বুধবার (৬ মার্চ) দুপুরে উপজেলার শিবনগর ইউনিয়নের চককবির বকুলতলা মোড়ে এই ঘটনা ঘটে।
জানা যায়, চককবির বকুলতলা মোড়ের একটি খোলা জায়গায় (ফাঁকাস্থানে) খড় পালা করে রেখেছিলেন ওই গ্রামের বেশ কিছু কৃষক। দুপুরে কে বা কাহারা সেখানে থাকা ১০টি খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। এতে সবকয়টি খড়ের পালায় আগুন জ্বলতে থাকে। স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ঘন্টা ব্যাপী প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুণে ক্ষতিগ্রস্ত রোস্তম আলী, শমশের আলী ও মো. রেজওয়ান বলেন, আমরা সকলে ওই সময় নামাজের জন্য মসজিদে গেলে, এই সুযোগে কে বা কাহারা শত্রুতামূলকভাবে খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিভিয়ে ফেলেন। ততক্ষণে আমাদের খড়ের পালায় প্রায় ৩২০ পণ পুড়ে গেছে। তাদের দাবী প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে। পোড়া খড়গুলো আর বিক্রিও হবে না, গরুও খাবে না। এগুলো এখন জ্বালানি হিসেবে ব্যবহার করা ছাড়া অন্য কোনো উপায় নেই।
ফুলবাড়ী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা উপেন্দ্র নাথ রায় বলেন, চককবির এলাকায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে  ঘন্টা ব্যাপী প্রচেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এতে ১০টি খড়ের পালা পুড়ে গেছে। তিনি জানান অগ্নিকান্ডের ঘটনায় আনুমানিক ৫০ হাজার টাকার খড় পুড়ে গেছে। তবে আগুন লাগার কারন জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ