• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন |

সানফ্লাওয়ার কলেজে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ।। নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে নীলফামারীর সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ । আজ রোববার দিবসটি উপলক্ষে ওই প্রতিষ্ঠান চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ ফজলুর রহমান। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল। সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাসের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সহকারী অধ্যাপক ফারুক আহম্মেদ, প্রভাষক আখতারুজ্জামান সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান ও সহকারী শিক্ষক রেজা মাহমুদ। এ সময় প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ