• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন |

জয়পুরহাটে বিষ দিয়ে বিলুপ্ত প্রায় দেশী মাছ নিধনের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট সদর উপজেলার পূর্ব পা্‌ইকর গ্রামে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ মিশিয়ে বিভিন্ন ধরনের বিলুপ্ত প্রায় দেশী মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ওই গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে নজরুল ইসলামের ভাড়া নেওয়া পুকুরে পূর্ব পরিকল্পিত ভাবে বিষ দিয়ে দেশী মাছগুলি মেরে ফেলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ভূক্তভোগী নজরুল অভিযোগ করে বলেন, তিনি একই গ্রামের অন্য ব্যাক্তিদের পুকুর ভাড়া নিয়ে কৈ, মাগুর, শিং, টেংরা, পুঁটিসহ হরেক রকমের দেশী মাছ সংগ্রহ করছিলেন।

এ অবস্থায় পূর্ব শত্রুতার জেরে গত শনিবার রাতের কোন এক সময় ওই পুকুরের পানিতে গ্যাস বড়ি মিশিয়ে দিলে সোমাবার সব কটি মাছ মরে পচে ভেসে ওঠে ।

‘পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের প্রতিপক্ষরা তার পুকুরটিতে বিষ মিশিয়ে মাছগুলো নিধন করতে পারেন বলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান ভূক্তভোগী নজরুল।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ