• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:২৪ অপরাহ্ন |

‘মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত ও সুরক্ষিত করতে প্রয়োজনে শুদ্ধি অভিযান’

জয়পুরহাট প্রতিনিধি।।‘দেশের সাধারন মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের নির্দেশে স্বাস্থ্য বিভাগ প্রয়োজনে শুদ্ধি অভিযান পরিচালনা করবে। এ লক্ষ্যে অনিবন্ধিত, পরিবেশ ছাড়পত্র বিহীন ও নিম্নমানের চিকিৎসা দেওয়ার অভিযোগ পাওয়া গেলেই প্রাইভেট চিকৎসা কেন্দ্রগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনার আগে আজ শনিবার দুপুরে স্থানিয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথাগুলো বলেন- স্বাস্থ্য প্রতি মন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা। পরে জেলা আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠানে ডা: রোকেয়া সুলতানা এবং জাতীয় সংসদের হুইপ জয়পুহাট-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে দলীয় নেতাকর্মীরা সংবর্ধনা দেন।

এ উপলক্ষ্যে জেলা আওযামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে আলোচনা সভায় সংবর্ধিত অতিথিগন ছাড়াও বক্তৃতা করেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডলসহ স্থানীয় আওয়ামলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখযোগ্য জেলাগুলিতে মেডিক্যাল কলেজ স্থাপনের সরকারি পরিকল্পনা রয়েছে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: রোকেয়া সুলতানা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ