• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন |

সৈয়দপুর উপজেলা ছাত্রলীগ নেতা সজিবের ঈদ উপহার

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ।। সৈয়দপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম সাদেকুর রহমান সজিবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকাল চারটায় কলিম মোড়ে স্থানীয় ছাত্রলীগ অফিসের সামনে পথচারীদের মাঝে ওই ঈদ উপহার বিতরণ করেন তিনি।

উপহার সামগ্রীর মধ্যে ছিল লুঙ্গি, শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিস, পোলাও চাল, চিনি, সেমাই, দুধ পাউডার।

উপহার পেয়ে আকতার হোসেন বলেন, ঈদে পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করার পরে নিজের জন্য কিছু করা হয় না। ছোট ভাইয়েরা ঈদের উপহার দেওয়ায় এবার নিজেও ঈদে নতুন কাপড় পড়তে পারবো।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সাদেকুর রহমান সজিব সিসি নিউজকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা এই ঈদে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতে এইসব ভালো কাজগুলো অব্যাহত রাখবো।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সোহাগ হোসেন,
নাঈম ইসলাম, সোহেল রানা, ফয়সাল, সারোয়ার, ইমন, রতন, নীরব ব্যাপারী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ