• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

নালায় যুবকের লাশ, পাশেই পড়ে আছে মোটরসাইকেল

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদুৎ কেন্দ্রের পানি বের হওয়ার ক্যানেল থেকে সঞ্জিত রায় (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শিবনগর ইউনিয়নের দুধিপুর এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। সঞ্জিত রায় ওই এলাকার খগেশ্বর রায় এর ছেলে। এক সন্তানের জনক সঞ্জিত পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।
স্থানীয় সুত্রে জানা যায়, সৈয়দপুর ওয়াপদায় কাজ করত সঞ্জিত রায় । কাজ না থাকায় কিছুদিন যাবত তিনি বাড়িতেই ছিলেন। বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে বাড়ি থেকে বের হয় সঞ্জিত। এরপর সন্ধ্যায় উপজেলার শিবনগর ইউনিয়নের দুধিপুর এলাকায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্যানেলে সঞ্জিত রায় কে ভাসতে দেখে স্থানীয়রা তার বড় বোন জামাই তপন রায় কে খবর দিলে তিনি এসে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত সঞ্জিত রায়ের ভগ্নিপতি তপন রায় জানান, তিনি স্থানীয় ধাপের বাজার নামক স্থানে অবস্থানকালে সন্ধ্যায় খবর পান তার বড়শ্যালক তাপ বিদুতের ক্যানেলে পড়ে আছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তিনি বলেন, ক্যানেলের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পড়ে ছিল। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সারোয়ার হোসেন (ভারপ্রাপ্ত) জানান, সঞ্জিত রায়কে মৃত অবস্থায় রাত ৮টার১০ মিনিটে স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসা হয়। পুলিশ জানায়, প্রাথমিক সুরোতহালে তার মাথার পেছনে এবং দুপায়ের হাটুতে ও বাম পায়ের বুড়ো আঙুলে ক্ষত চিহৃ পাওয়া গেছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়না তদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ