সিসি নিউজ।। নীলফামারীতে শতাধিক দরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে জেলা শহরের কলেজপাড়া এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেলের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হোসেন রেজা শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা হাসির আহমেদ, আকাশ আহমেদ প্রমুখ। জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল জানান, চলমান পরিস্থিতিতে কর্মহীন হয়েপড়া দরিদ্র ও দিনমজুর মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে প্রতি জনের মাঝে পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, মসুরডাল ও ডিম বিতরণ করা হয়।