• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন |

ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

New Rose Cafe, Saidpur

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বেলাল হোসেন (৫২) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। এঘটনায়  ‍গুরুতর আহত হয়েছেন ৪ জন । বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ব্রম্মচারী নামক এলাকার কুইক চিকস মুরগি ফার্মের সামনে দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির বাড়ী বগুড়া জেলার কাহালু থানার জোবার পাড়া গ্রামে। সে ওই গ্রামের মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে।

আহতরা হলেন, বগুড়া জেলার দুপচাচিয়া থানার পারভেজ আলীর এর ছেলে আব্দুর রশিদ(৩৫), একই জেলার শুকান গাড়ী এলাকার মোন্নাফ মন্ডলের ছেলে (ট্রাক চালক) হাবিবুর রহমান (৩২), দুপচাচিয়া থানার বারমাইল বোলার পাড়া গ্রামের মৃত হায়দার মন্ডল ছেলে (ট্রাক চালক) ইরফান আলী (৪৫), পাবনা জেলার ইশ্বরদি থানার আব্দুল গফুর খাঁ এর ছেলে হোসেন আলী (৪০)। ঘটনা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকা (মেট্রো-ট ১৪-৮৯৯৪) একটি ধানের তুশ বোঝাই ট্রাক বগুড়া অভিমুখে যাওয়ার পথে। ফুলবাড়ী উপজেলার অম্রবাড়ী ব্রম্মচারী এলাকার মুরগি ফার্মের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিরামপুর থেকে ছেড়ে আসা (মেট্রো-ট ১৮-২১৩৭) অপর একটি খালি ট্রাক ফুলবাড়ী অভিমুখে আসার সময় অভারটেক করতে গেলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের সামনের দিক দুমড়ে মুচড়ে যায় এবং ধানের তুশ বোঝাই ট্রাকের শ্রমিক বেলাল হোসেন ঘটনা স্থলেই নিহত হয়। এ ঘটনায় দুই ট্রাকের ৪ জন গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, আহতদের স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাক দুটো পুলিশি হেফাজতে রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। উর্ধতনকতৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ