• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:০১ অপরাহ্ন |

স্থলবন্দরের মতো নদী বন্দরগুলোকে পর্যায়ক্রমে ব্যক্তি মালিকানায় দেওয়া হবে- নৌপরিবহন উপদেষ্টা

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ।। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, স্থলবন্দরগুলোর মতো নদী বন্দরগুলোকে পর্যায়ক্রমে ব্যক্তি মালিকানায় দেওয়া হবে। এছাড়াও অলাভজনক হওয়ায় ৪টি স্থলবন্দর বন্ধ করেছে সরকার, পর্যায়ক্রমে আরো ৪টি বন্ধ করা হবে।

শনিবার (৯ আগস্ট) সকালে হিলি স্থলবন্দর পরিদর্শন ও বন্দরের অংশীজন, ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে সাংবাদিকের এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সব বন্দর সরকারের নিয়ন্ত্রণে থাকলে উন্নয়ন করা সম্ভব হবে না তাই কিছু বন্দর ব্যক্তি মালিকানায় দেওয়া আছে। এছাড়াও দেশের বেশকিছু স্থলবন্দরের উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।

বন্দর পরিদর্শনকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান, বাংলাদেশ রাজস্ব বোর্ডের রংপুর বিভাগীয় কমিশনার অরুণ কুমার বিশ্বাস, হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার এ এস এম আকরাম সম্রাট, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল দৌলাসহ হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ও পানামা পোর্ট লিংক লিমিটেডের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ