• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:১২ অপরাহ্ন |

মিথ্যা অপহরণ মামলায় কারাগারে সিয়াম: অপহৃত কিশোরকে উদ্ধার করলো জিআরপি পুলিশ

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর স্টেশন থেকে অপহরণ হয়েছে মোহিত বাবু (১৩) নামের এক কিশোর। অপহরণকারীরা অজ্ঞাত স্থানে ছেলেকে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ মোহিতের বাবা মামুন অর রশিদের। ওই অভিযোগের পরের দিনেই সিয়াম হোসেন (২৩) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ।

কিন্তু শুক্রবার ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে অপহৃত কিশোরকে ট্রেন যাত্রীদের কাছে নিজের চিকিৎসার সাহায্যের টাকা তোলা অবস্থায় উদ্ধার করে রেলওয়ে পুলিশ। আজ শনিবার দুপুরে নীলফামারী আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগি সিয়ামের পরিবার ছেলের মুক্তির পাশাপাশি ভূলের খেসারতের জন্য বাদীর বিচার দাবি করেছে।

সূত্র মতে, গত দেড় বছর আগে লিচু গাছ থেকে পড়ে বাম পা ভেঙ্গে গেছে মোহিত বাবু (১৩) নামের ওই কিশোরের। তাঁর বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর সর্দার পাড়ায়। তাঁর বাবা মামুন অর রশিদ একজন অটোচালক। মোহিত একই জেলার তারাগঞ্জ উপজেলার ভীমপুর শাইলবাড়ী কওমী মাদ্রাসার হিফজ বিভাগের আবাসিক শিক্ষার্থী। পা ভেঙ্গে যাওয়ায় হাঁটার জন্য হাতের গ্রিপ আর্ম ক্রাচ ব্যবহার করে মোহিত। মাদ্রাসা না যাওয়ায় গত ১১ আগস্ট পরিবারের লোকজন তাকে শাসন করলে ওইদিন সন্ধ্যায় সে কৌশলে পালিয়ে আসে সৈয়দপুরে। শহরে সেনানিবাসে অনুষ্ঠিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার মঞ্চে রাত কাটিয়ে দেয়। পরেরদিন চলে আসে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে। সেখানে পরিচয় ঘটে সিয়াম হোসেনের সাথে। সিয়াম সৈয়দপুর উপজেলার খোর্দ্দ বোতলাগাড়ী গ্রামের হাজিপাড়ার আফতাব আলী কালুর ছেলে।

উদ্ধার হওয়া মোহিত বাবু জানায়, কাজের সন্ধানে সিয়াম ও আরো একজন অপরিচিত কিশোরসহ তারা নীলসাগর এক্সপ্রেস ট্রেনে উঠে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেনেই মোহিত ক্রাচে ভর দিয়ে হেঁটে হেঁটে তার পায়ের চিকিৎসার জন্য যাত্রীদের কাছে টাকা তুলে তিনজনেই রাতের খাবার খায়। পরে ঢাকায় গিয়ে অপর দুই সঙ্গীকে হারিয়ে ফেলে মোহিত। তারপর গত ২২ আগস্ট পর্যন্ত সে রাজশাহী, পঞ্চগড়, খুলনাগামী ট্রেনে উঠে একই কায়দায় ও ভঙ্গিমায় সাহায্য তুলে দিন পার করতে থাকে। এদিকে মোহিতের খোঁজে তাঁর বাবা মামুন অর রশিদ সৈয়দপুরে আসে। প্রতিবেশি এক অটোরিক্সা চালকের মাধ্যমে জানতে পারে রেলওয়ে স্টেশনে মোহিতকে দেখেছে। পরে স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে গত ১৭ আগস্ট সিয়ামকে আটক করে এবং সৈয়দপুর রেলওয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহবুবুর রহমান আটক সিয়ামকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

তদন্তকারী কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, গ্রেফতারকৃত সিয়ামকে জিজ্ঞাসাবাদ করা হলে সে অপহরণের বিষয়টি অস্বীকার করে। তবে এক সাথে ঢাকা যাওয়ার বিষয়টি স্বীকার করে। ঢাকায় গিয়ে সে নিজের কাজে চলে যায়। সে জানায়, সৈয়দপুর স্টেশনেই মোহিত ও অপর যুবকের সাথে তার পরিচয় ঘটে। এক প্রশ্নের জবাবে তদন্তকারী কর্মকর্তা জানান, বাদীর এজাহারে অপহরণকারী হিসেবে সিয়ামের নাম উল্লেখ থাকায় তাকে আদালতে প্রেরণ করা হয়। পরবর্তীতে ভিকটিম উদ্ধারে তৎপর হই এবং ২২ আগস্ট (শুক্রবার) ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মোহিতকে উদ্ধার করা হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী জানান, এ ঘটনায় মোহিত বাবু নামের ওই কিশোরকে নারী শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ