• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:৪২ অপরাহ্ন |

ইকো লিডারর্সের তৃতীয় কোহোটে আইডিয়া বিজয়ী বর্ডারলেস 

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ।। ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট- এর একটি উদ্যোগ ইকো লিডারর্স এর তৃতীয় কোহোট-২০২৫ এ আইডিয়া বিজয়ী হয়েছে “বর্ডারলেস”।

বর্ডারলেস মূলত প্রান্তিক তরুণ এবং জলবায়ু উদ্যোক্তাদের জন্য অ্যাপ এবং ওয়েভ ভিত্তিক একটি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে উদীয়মান সবুজ এবং জলবায়ু উদ্যোক্তারা তাদের উদ্যোগগুলো এগিয়ে নিতে এবং উদ্ভাবনী পণ্যগুলো বাজারজাত করার জন্য টেকসই এবং ডিজিটাল প্লাটফর্ম নিশ্চিত করবে।

বেসরকারি উন্নয়ন সংস্থা দা আর্থ এর সার্বিক তত্ত্বাবধানে এবং আয়োজনে ২২ থেকে ২৪ সেপ্টেম্বর-২০২৫ , ঢাকার ডেইস হোটেলে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা এবং প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত চারটি উদ্যোগ মূল পর্বে অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে ফাহিম হিমেল এর নেতৃত্বে  তার দল “বর্ডারলেস” জলবায়ু পরিবর্তনের চারটি কী- ইন্ডিকেটর উত্তীর্ণ করে বিজ্ঞ বিচারক মন্ডলী কতৃক  বিজয়ী হিসেবে মনোনীত হয় এবং উক্ত উদ্যোগটি বাস্তবায়নের জন্য প্রাইস মানি হিসেবে ১০,০০০০ লক্ষ টাকার প্রি- সিড ফান্ডিং নিশ্চিত করে।

সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সংগঠন “সিভিল সোলজার্সে” এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ফাহিম হিমেল ও তার টিম ২০২১ সাল হতে, UN প্রণীত এসডিজি- ৪ এবং ১৩ তথা প্রান্তিক পর্যায়ে শিক্ষা এবং জলবায়ু নিয়ে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ