নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংঘের জেলা কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইষলাম। এসময় প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ, জেলা সমাজসেবার উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
এদিকে সৈয়দপুরে দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভোযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই-আলম সিদ্দিকী। এসময় উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা. মো. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মীর হোসেন, উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সালাহউদ্দিন বেগ, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর মোহাম্মদ প্রমুখ।
প্রবীণরা সমাজের জ্ঞানের ভা-ার উল্লেখ করে বক্তারা বলেন,‘তাঁরা প্রজ্ঞা ও মূল্যবোধের ধারক। তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন প্রদর্শনের মাধ্যমেই মানবিক সমাজ গঠন সম্ভব’।