সিসি নিউজ।। নীলফামারীতে জাতীয় কন্যা শিশু দিবস ও তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসা কর্মকর্তা আতাউর রহমান শেখ, ছাত্র প্রতিনিধি বৈশাখী, জুলাই যোদ্ধা জারিন তাসনিম মিম্মা, কিশোর কিশোরী ক্লাবের সদস্য মোরছালিন ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে তারুণ্যের উৎসব ঘিরে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত শিশু কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে দিবসটি উপলক্ষে জেলা শিশু একাডেমির উদ্যোগে একাডেমি মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদের সভাপতিত্বে বক্তৃতা দেন সিনিয়র সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস হ্যাপি, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা নুঝাত তাবাসসুম রিমু প্রমুখ। শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।