• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন |

সৈয়দপুরে ‘মথ’ ডালে রং মিশিয়ে মুগ ডাল বিক্রির দায়ে জরিমানা

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে মথ ডালে কৃত্রিম রং মিশিয়ে মুগ ডাল হিসেবে বিক্রির অপরাধে মেসার্স আশরাফ ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক হাইড্রোজ মেশানো গুর বিক্রির অপরাধে মেসার্স গরিবুল্লাহ এন্টারপ্রাইজকে  ৮ হাজার ও ভাই ভাই এবটারপ্রাইজ নামের  দোকানে ১০ হাজারসহ মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে  অভিযান পরিচালনা করে এ জরিমানা করে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম ও  বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের নীলফামারী জেলা কর্মকর্তা সিহাব উদ্দিন।
এ সময় সৈয়দপুর থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে। সহকারী পরিচালক শামসুল আলম বলেন, মথ ডালে রং মিশিয়ে বিক্রি খাদ্য নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি। আর হাইড্রোজ মেশানো গুড় মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ