• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:০০ অপরাহ্ন |

যেমন হবে ঈদের সাজ

mumu-maria-eid-collection-dhaka-city-guideলাইফস্টাইল ডেস্ক: সামনে ঈদ । আর ঈদের এই উৎসবমুখর পরিবেশে নিজেকে উৎসবের সাজে সাজিয়ে তুলতে কম বেশি সবার মাঝেই একটা বাড়তি প্রস্তুতি চলছে। বিশেষ করে তরুণ কিংবা ঈদের দিনে যাদের এখানে ওখানে বেড়াতে যাবার অভ্যেস রয়েছে তাদের জন্য ঈদের সাজ নতুন ঈদ পোশাকের মতোই গুরুত্বপূর্ণ। তবে এবার সাজে গরম ও বৃষ্টির বিষয়টি মাথায় রাখতে হবে।

আর এ কারণে ঈদের দিন ট্রেন্ডি পোশাকের সঙ্গে টেন্ডি মেকআপ না থাকায় ঈদের পুরো সাজটাই মাটি হয়ে যায়। ঈদে যারা শাড়ি পড়বেন তাদের ঈদের দিনের সাজ হতে হবে শাড়ির আঁচলের সঙ্গে মানানসই। এক্ষেত্রে শাড়ির বেসিক কালারের সঙ্গে সামঞ্জস্য রেখে যেমন আনুষঙ্গিক সাজ হতে পারে তেমনি সাজটা হতে পারে খানিকটা কন্ট্রাস্ট।

যেমন নীল কিংবা লালের কাছাকাছি রঙের শাড়ির ক্ষেত্রে সাজের বেজটা যদি পিংক বা মেটালিক ধরনের হয় তাহলে তা দেখতে ভাল লাগবে। আবার শাড়িটা যদি মোটা পাড়ের হয় তাহলে এর সঙ্গে কপালে বড় একটা টিপে সাজ বেশ মানাবে।

শাড়ির সঙ্গে যে কোনা ধরনের সাজের ক্ষেত্রেই চোখটিকে ফুটিয়ে তোলা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে লক্ষ রাখবেন যেন শাড়ির রঙের সঙ্গে চোখের শ্যাডো, মানানসই হয়। চোখে আই লাইনার এবং মাশকারার ব্যবহারও হতে হবে পরিমিত। অন্যদিকে ঈদের দিনে একটু ক্যাজুয়াল লুকের শাড়ির সঙ্গে হাল্কা করে কাজল দিলে দেখতে মন্দ লাগবে না।

ঈদের দিনটিতেই শাড়ি পরলে অবশ্যই এ সময়ে হাল্কা করে মুখটিকে সাজানোর চেষ্টা করবেন। এজন্য হাল্কা ব্লাশন আর হাল্কা বেজ দিয়ে চোখটিকে সুন্দর করে সাজানো আর ঠোঁটে ন্যাচারাল কালারের লিপস্টিক লাগালেই দেখতে বেশ লাগবে।

শাড়ির সঙ্গে সম্পূর্ণ একটি সাজে জুতোর ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়। সাধারণত শাড়ির সঙ্গে একটু হিল জাতীয় জুতাই বেশি মানানসই। তবে চাইলে ফাঙ্কি শাড়ির সঙ্গে কিছুটা ফ্ল্যাট জুতোও পরা যেতে পারে।

এছাড়া শাড়ির মধ্যে যদি বাঙালীয়ানা কিংবা আভিজাত্যের বিষয়টি প্রাধান্য পায় তাহলে চুলে খোঁপা বেঁধে এবং খোঁপায় স্টাইলি চুলের কাঁটা ব্যবহার করেও সাজে ভিন্নতা আনতে পারেন।

প্রতিবারের মতো এবারের ঈদে তারুণ্যের পছন্দের পোশাক হিসেবে সালোয়ার কামিজের চলটাই সবচেয়ে বেশি থাকবে। এখনও প্রকৃতিতে গরমের কমতি নেই। এ সময়টাতে আরামদায়ক হয় এমন পোশাক এবং সাজের দিকেই লক্ষ রাখতে হবে। সে ক্ষেত্রে সুতির সালোয়ার কামিজের সঙ্গে যে কোন মার্জিত সাজই সহজে মানিয়ে যায়। তবে সকালের ট্রাডিশনাল পোশাকের সঙ্গে সাজটাও হতে হবে ট্রাডিশনাল ও হাল্কা। সালোয়ার কামিজের সঙ্গে সকালের সাজ হিসেবে হাল্কা লিপস্টিক ও হাল্কা ব্লাশন থাকলে আপনাকে অনেক বেশি স্নিগ্ধ ও সুন্দর দেখাবে।

আবার গরমের তোয়াক্কা না করে যারা সকাল থেকেই একটু ট্রেন্ডি পোশাক যেমন জিন্সের সঙ্গে শর্ট কামিজ কিংবা ফতুয়া পরবেন তাদের সাজেও থাকতে পারে একটা ফাঙ্কি লুক। এ ক্ষেত্রে চুল হাইলাইট করা কিংবা মুজ দিয়ে খানিকটা কার্লি ভাব নিয়ে আসা যেতে পারে। মেকআপের ক্ষেত্রে মুখের ত্বকের সঙ্গে মিলিয়ে সাদা ছাড়া অন্য যেকোন বেজ মেকআপ নির্বাচন করুন। রাতের বেলায় আইশ্যাডোর রঙ একটু গাঢ় যেমন পার্পেল, এ্যাশ কিংবা ব্রাউন এ্যাশ হলেই ভাল দেখাবে। এছাড়া আইলাইনারের সঙ্গে কাজল ব্যবহার করেও এ সময়ের সাজটিকে আরও আকর্ষণীয় করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ