• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৫০ অপরাহ্ন |

ডেসটিনি চেয়ারম্যানের ৩ বছর কারাদণ্ড

ঢাকা, ১৪ নভেম্বর।। সম্পদ বিবরণী দাখিল না করার অপরাধে দুদকের করা মামলায় ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি মোহাম্মাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ৩ মাস কারাগারে থাকতে হবে।

আজ বুধবার (১৪ নভেম্বর) ঢাকার বিশেষ ৬ এর বিচারক মাহবুব রহমান এ রায় ঘোষণা করেন।দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি জানিয়েছেন।প্রাথমিক অনুসন্ধানে মোহাম্মাদ হোসেনের নামে-বেনামে জ্ঞাত আয়বহির্ভূত ১৩ কোটি ১১ লাখ ৭১ হাজার ৫০৮ টাকার সম্পদের তথ্য পায় দুদক। এর পর দুদক ২০১৬ সালের ১৫ জুন ৭ কার্যদিবসের মধ্যে তাকে সম্পদের হিসাব দাখিল করতে নোটিশ দেয়। ওই সময় ডেসটিনির অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা অর্থপাচার মামলায় তিনি কারাগারে ছিলেন। ওই বছর ২০ জুন তিনি কারাগারে দুদকের নোটিশ পান। এর পর তিনি আইনজীবীর মাধ্যমে হিসাব দাখিলের জন্য সময় চান। দুদক হিসাব দাখিলের জন্য আরো ৭ কার্যদিবস সময় দিলেও পরে তিনি তার সম্পদের হিসাব কমিশনে দাখিল করেননি।সম্পদের হিসাব দাখিল না করায় ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর তার বিরুদ্ধে নন-সাবমিশন মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন । তদন্ত শেষে একই কর্মকর্তা ২০১৭ সালের ৬ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। ওই বছরের ১৫ অক্টোবর এ মামলায় চার্জ গঠন করেন আদালত। মামলাটির বিচারকাজ চলাকালে আদালত ৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ