• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন |

সৈয়দপুর বিমানবন্দরের ১’শ ফুট সীমানা প্রাচীর ধসে পড়েছে

সিসি নিউজ, ২৫ আগষ্ট ।। সৈয়দপুর বিমানবন্দরের পশ্চিম পাশের ১০ ইঞ্চি পুরু সীমানা প্রাচীরের প্রায় ১০০ ফুট ধসে পড়েছে। এতে অরক্ষিত হয়ে পড়েছে বিমানবন্দরটি। আজ রোববার ভোরে বিকট শব্দে বিমানবন্দরের নিরাপত্তা প্রাচীর ধসে পড়ে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকার মেসার্স সিঙ্গাপুর এন্টারপ্রাইজ ২০১২ সালে ৭ হাজার ফুট সীমানা প্রাচীর নির্মাণ করে। এই সীমানা প্রাচীরের পশ্চিম অংশে প্রায় ১০০ ফুট ধসে পড়ার পর আরো দেড়শত ফুট হেলে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বিমানবন্দরের সুরক্ষার জন্য পুরো বিমানবন্দর এলাকাটি কয়েক বছর আগে ইটের গাঁথুনি দিয়ে সীমানা প্রাচারটি নির্মাণ করা হয়। নির্মাণ কাজে বালুর পরিমান বেশি এবং সিমেন্ট কম দেয়ায় দেয়ালগুলো ফাটল দেখা দেয়। কোন কোন জায়গায় দেয়াল হেলে পরে। বাকি অংশ যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে এ আশংকায় রয়েছে এলাকাবাসী। এভাবে দেয়াল ধসে পড়ার কারনে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুশান্ত দত্ত গণমাধ্যম কর্মীর সাথে কথা বলতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ