• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন |

জাবিতে ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

সিসি ডেস্ক, ২৪ সেপ্টেম্বর।। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

জানা যায়, গত ২২ ও ২৩ সেপ্টেম্বর ‘এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদে ৪১০ আসনের বিপরীতে ৬৮ হাজার ৮৯৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এই ইউনিটে ছেলেদের জন্য ২৩৫টি এবং মেয়েদের জন্য ১৭৫টি আসন বরাদ্দ রয়েছে। প্রতিটা আসনের বিপরীতে ১০ গুণ শিক্ষার্থীকে উত্তীর্ণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.ju-admission.org) পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ