• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:০৫ অপরাহ্ন |

জয়পুরহাটে মাসব্যাপী হস্ত ও কুঠির শিল্প মেলা শুরু

জয়পুরহাট, ১১ নভেম্বর।। জয়পুরহাটে মাসব্যাপী হস্ত ও কুঠির শিল্প মেলা শুরু হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রেসক্লাবের আয়োজনে জেলা শহরের কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে মেলার উদ্বোধন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি শফিউল বারী রাসেল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক ̣̣সার্বিক মুনিরুজ্জামান, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুস সালাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান মিঠু, মিজানুর রহমান টিটু, জেলা জাতীয় পাটি সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা, মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন মুনি, সদস্য শামীম কাদির।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়ন বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নে শিল্প খাতের গুণগত পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় প্রতিটি জেলা শহরে হস্ত ও কুঠির শিল্প মেলা অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ