• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন |

জয়পুরহাটে বাড়ির বাইরে বের হওয়ায় বিদেশ ফেরত নারীর জরিমানা

জয়পুরহাট, ২১ মার্চ।। জয়পুরহাটে পৌর শহরের পূর্ব বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্তি মূল্য নেওয়ায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে ও কোয়ারেন্টাইন বিধি ভঙ্গ করায় এক নারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।

করোনা ভাইরাসের প্রভাবে জয়পুরহাটের বাজারে হঠাৎ করেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় বাজার মনিটরিংয়ে মাঠে নেমেছে প্রশাসন। শনিবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মিল্টন চন্দ্র রায় বাজার মনিটরিং এর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

মিল্টন চন্দ্র রায় জানান, করোণা ভাইরাস আতঙ্কে সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় শুরু করে,এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা বেশী দামে পণ্য বিক্রি করছে। এমন খবরের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোল্লা ট্রেডার্স, জনতা স্টোর, জাহানারা স্টোর, বাবু স্টোর নামের চার প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। এসময় জেলা বাজার কর্মকর্তা রতন কুমার রায়, সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত)সুজন মিয়া উপস্থিত ছিলেন।

এদিকে কোয়ারেন্টাইনে না থেকে বাহিরে ঘোরাঘুরি করায় শনিবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার তেঘরবিশা গ্রামের দুবাই ফেরত বিউটি খাতুন নামে এক নারীকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমশিনার ভূমি রকিবুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ