• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:২০ অপরাহ্ন |

জয়পুরহাটে ভিন্ন স্বাদের বিনোদন ‘ তান্ত্রিক পাতা খেলা’

জয়পুরহাট প্রতিনিধি ।। যান্ত্রিক এ যুগে তন্ত্র-মন্ত্রের খেলা দেখিয়ে হাজারো দর্শককে মুগ্ধ করে চলেছেন জয়পুরহাটের এক দল তান্ত্রিক খেলোয়ার। একেবারে ভিন্ন স্বাদের এ খেলা উপভোগ করতে দর্শকদের উপচে পরা ভীর দেখা যায় জেলার প্রত্যেকটি মাঠে। এ খেলায় অংশ নেন মন্ত্র সাধক, যাদের তান্ত্রিক গুরুও বলা হয়ে থাকে।
গতকাল পরন্ত বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনই এক পাতা খেলা অনুষ্ঠিত হলো জয়পুরহাট সদর উপজেলার সার পুকুরপাড়া গ্রামে। এই জনপদে আদি কাল থেকে চলে আসা এই ব্যাতিক্রমী বিনোদন আজো দর্শক হৃদয়ে নাড়া দিয়ে চলেছে ঠিক আগের মতই।
অন্যান্য খেলার মতই এ খেলারও বিশেষ নিয়ম রয়েছে। মাঝ মাঠে থাকা এক দল খেলোয়ারের হাতে মন্ত্র পরে ফুঁক দিয়ে দেন তাদের অধিনায়ক তান্ত্রিক গুরু। ওই মন্ত্রে পাতার মত খেলোয়ারদের হাত হাত কাঁপতে থাকে বলে এই খেলাকে বলা হয় পাতা খেলা। আবার মাঠের চার পাশে অবস্থান নিয়ে কয়েক দল প্রতিদ্বন্দি গনিক গুরু মন্ত্র ছুঁড়ে নিজেদের দিকে টানতে থাকেন পাতা খেলোয়ারদের। যে গনিক গুরুর দল বেশী সংখ্যক পাতা খেলোয়ারদের টানতে পারেন সেই গনিক দলের গুরুই শ্রেষ্ঠ বলে বিবেচিত হন এ খেলায়।
পরে রাতে বিজয়ী গনিক গুরুসহ প্রত্যেক পাতা খেলোয়ারকে পুরুস্কৃত করেন আয়োজক কমিটি। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটি’র আমন্ত্রিত অতিথি জেলা কৃষকলীগের বিজ্ঞান ও প্রযক্তি বিষয়ক সম্পাদক হাসান আলী মন্ডল, স্থানীয় পুরানাপৈল ইউপি’র প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন, ইউপি আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, তারাকুল ইসলাম, সমাজ কর্মী তৌহিদুল ইসলাম, আয়োজক কমিটির পক্ষে দুলু মিয়া প্রমুখ।
যান্ত্রিক সভ্যতার আড়ালে হারিয়ে যাচ্ছে বাংলার চির চেনা গ্রামীন খেলাধূলাসহ সমৃদ্ধ সাংস্কৃতিক উৎসবগুলো। হাজার বছরের বিলুপ্ত প্রায় সংস্কৃতিগুলো ধরে তা সংরক্ষনের দাবী আমন্ত্রিত অতিথিগনসহ সংস্কৃতি প্রেমীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ