• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন |
শিরোনাম :

পঞ্চগড়ে বিজিবি ও বিএসএফের সীমান্ত সমন্নয় সভা

BGBপঞ্চগড় প্রতিনিধি: বিএসএফ কতৃক সীমান্তে নিরীহ বাংলাদেশীদের হত্যা বন্ধ, বাংলাদেশী কৃষকের জমিতে জোরপুর্বক ভারতীয়দের চাষাবাদ, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ সীমান্ত সম্পর্কিত বিভিন্ন অমিমাংসিত বিষয়ে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্নয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা বিজিবি ক্যাম্পে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে বৈঠকটি চলে দুপুর ২টা পর্যন্ত। দীর্ঘ সাড়ে ৩ঘন্টা ব্যপী সমন্বয় সভায় বাংলাদেশের পক্ষে ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল গোলাম মোস্তফা এবং ভারতের পক্ষে ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শিলিগুড়ি বিএসএফের ডিআইজি এমএস চৌহান।
এসময় পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক, উপ-অধিনায়ক মেজর এসএম শামিম রেজা, অপস অফিসার মেজর এটিএম নাজমুল হুদা, ঠাকুরগাঁও ৩০ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর কাজী আলমগীর হোসেন ও অপস অফিসার মেজর ফিরোজ ওয়াহিদ, ১০২ বিএসএফের কমান্ডেন্ট শ্রী তিরকী, ৫৮ বিএসএফ কমান্ডেণ্ট শ্রী সঞ্জিব কুমার উপস্থিত ছিলেন। সভায় উভয়পক্ষ এসব বিষয়ে ঐক্যমত্যে পৌচেছেন বলে বিজিবি সূত্র জানিয়েছেন।
এর আগে বিএসএফের প্রতিনিধিদলটি সকাল ১১টায় বাংলাবান্ধা-ফুলবাড়ি জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল গোলাম মোস্তফাসহ বিজিবি প্রতিনিধিবৃন্দ তাদের ফুলেল শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ