• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন |

মুম্বাইয়ে ২০ তলা ভবনে আগুন, নিহত ৭

সিসি নিউজ ডেস্ক ।। ভারতের মুম্বাইয়ে ২০তলা ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে এখনো পর্যন্ত সাতজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের তারদেও এলাকায় গোয়ালিয়া ট্যাংকের গান্ধী হাসপাতালের বিপরীতে সুউচ্চ ভবনটির ১৮তলায় শনিবার সকাল ৭টার দিকে আগুনের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএনআইকে আগুন নিয়ন্ত্রণের খবর জানিয়ে মুম্বাইয়ের মেয়র কিশোরি পেড়নেকর বলেছেন, আবাসিক ভবনটির ছয়জন বয়স্ক বাসিন্দাকে অক্সিজেন সহায়তার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও প্রচুর ধোঁয়া বের হচ্ছে। আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ১৩টি ফায়ার ইঞ্জিন ও সাতটি ওয়াটার জেট কাজ করেছে। আহতদের নিকটবর্তী তিনটি হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে গুরুতর দগ্ধ পাঁচজন নাইর হাসপাতালে, একজন কস্তুরবা হাসপাতালে এবং আরেক ভুক্তভোগী ভাটিয়া হাসপাতালে মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ