• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন |

পূবালীর ৮ পরিচালকের পদ অবৈধের আদেশ স্থগিত

pubaliসিসি নিউজ: পূবালী ব্যাংকের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারসহ ৮ পরিচালকের পদে থাকা অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে চেম্বার জজ আদালত।

বুধবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ স্থগিতাদেশ দেন। একই সঙ্গে আগামী রোববার আপিল বিভাগের পুর্নাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা বলা হয়েছে। এক আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি এ আদেশ দেন।

আদালতে ব্যাংকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক। অপর পক্ষে ছিলেন ব্যারিস্টার আখতার ইমাম ও সাবেক অ্যাটর্নী জেনারেল সালাউদ্দিন আহমদ।

এর আগে মঙ্গলবার বিচারপতি এম আর হাসানের একক হাইকোর্ট বেঞ্চ চেয়ারম্যানসহ ৮ পরিচালকের পদ অবৈধ ঘোষণা করে আদেশ দেন।

কোম্পানিতে দুই শতাংশ শেয়ার না থাকায় পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ আট পরিচালকের পদকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট।

পূবালী ব্যাংকের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার ছাড়া বাকী সাত পরিচালক হলেন- মোহাম্মদ ফয়জুর রহমান, আহমেদ শফী চৌধুরি, ফাহিম আহমেদ ফারুক চৌধুরি, এম কবিরুজ্জামান ইয়াকুব, রোমানা শরীফ, সুরাইয়া রহমান এবং আজিজুর রহমান।

প্রসঙ্গত গত বছর আগস্ট মাসে পূবালী ব্যাংকের পরিচালক নির্বাচনের আগে ব্যাংকের নির্বাচন কমিশন এ আটজনকে পরিচালক পদে নির্বাচনের অযোগ্য ঘোষণা করে। এর বিরুদ্ধে ২০ আগস্ট চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার হাইকোর্টে একটি আবেদন করেন। হাইকোর্ট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ব্যাংকের নির্বাচন কমিশনের অযোগ্য ঘোষণার আদেশটি স্থগিত করে দেয়।

এরপর ২১ আগস্ট অনুষ্ঠিত পরিচালক নির্বাচনে এই আটজনসহ মোট ১৩জন পরিচালক নির্বাচিত হন।
ওই আবেদনের চূড়ান্ত শুনানি শেষে কোম্পানিতে দুই শতাংশ শেয়ার না থাকায় তাদের পদকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ