• শুক্রবার, ১০ মে ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
ডোমারে রির্টানিং কর্মকর্তার কন্ট্রোল রুমে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫ অনলাইন জুয়ার কারণে অর্থ পাচার বাড়ছে: অর্থমন্ত্রী দিনাজপুরে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত সৈয়দপুরে মা হাসপাতালের নিবন্ধন না থাকায় সিলগালা হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ

নীলফামারীতে শিশু ধর্ষনের ঘটনায় গ্রেফতার-৩

সিসি নিউজ।। নীলফামারীর পল্লীতে দশ বছরের এক মেয়ে শিশু ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির খালা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই ধর্ষকসহ তাঁর দুই সহযোগিকে গ্রেফতার করে। শিশুটি এখন নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, নীলফামারীর ডোমার উপজেলার পূর্ব চিকনমাটি বসতপাড়ার আব্দুল হালিমের ছেলে হাফেজ নাহিদুল ইসলাম নাহিদ (২২) ও তার দুই সহযোগী নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের উত্তর ফকিরপাড়া গ্রামের শাহাদাত ফকির (৪৫) ও শফিয়ার রহমান (৬৫)।

মামলা সুত্র মতে, নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের উত্তর ফকিরপাড়ার ভিকটিম শিশুটি গ্রামের মাদ্রাসায় পড়তো। গত সোমবার দুপুরে শিশুটিকে ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ নাহিদুল ইসলাম মাদ্রাসা ঘরের ভিতরে নিয়ে গিয়ে জোর পুর্বক শ্লীলতাহানী ঘটায়। এরপর বৃহস্পতিবার শিশুটিকে আবারো জোরপূর্বক ধর্ষন করে ওই শিক্ষক। এ ঘটনা প্রকাশ পেলে ওই মাদ্রাসার হাফেজ নাহিদকে নিয়োগ প্রদানকারী ব্যক্তি শাহাদাত ফকির ও সভাপতি শফিয়ার রহমান উভয়েই ধর্ষকের পক্ষ নিয়ে তাকে পালিয়ে যেতে সহায়তা করে। এছাড়া ভুক্তভোগীর পরিবারকে ঘটনার বিষয়ে থানা পুলিশকে না জানানোর জন্য ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।

নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম আজ শুক্রবার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার বিকেলে তাঁদেরকে আদালতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ