• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:৪১ অপরাহ্ন |

সুপ্রিম কোর্টে সাংবাদিক-আইনজীবী হাতাহাতি

suprim-courtঢাকা : সুপ্রিম কোর্টে সাংবাদিক ও আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতিসহ সাংবাদিক নেতাদের বিরুদ্ধে জারি করা রুলের শুনানিকালে এ ঘটনা ঘটে।

বুধবার সকাল ১০টায় বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রুলের শুনানি শুরু হয়। শুনানি চলাকালে উপস্থিত আইনজীবীরা সাংবাদিকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করলে হাতাহাতির সূত্রপাত হয়। ঘটনার পরে বিচারপতিরা এজলাস থেকে উঠে যান। এ সময় সাংবাদিক ও আইনজীবীদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

উল্লেখ্য, প্রথম আলো সংক্রান্ত আদালত অবমাননার মামলায় দৈনিক সমকাল ও নয়াদিগন্তের সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ কয়েকজন সাংবাদিককে বুধবার তলব করে হাইকোর্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ