• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:২১ অপরাহ্ন |
শিরোনাম :

বরিশালে মনোনয়ন কিনলেন হিরনের স্ত্রীসহ ১২ জন

Awamili Flagঢাকা: বরিশাল-৫ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন মোট ১২ জন। এর মধ্যে প্রয়াত সংসদ সদস্য ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের স্ত্রী জেবুন্নেসাও রয়েছেন। মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ  এ তথ্য দেন।
তিনি বলেন, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দলীয় সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যলয় থেকে মনোনয়ন প্রত্যাশী মোট ১২ জন ফরম কিনেছেন।
উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন- প্রয়াত সংসদ সদস্য শওকত হোসেন হিরণের স্ত্রী জেবুন্নেছা হক, সাবেক এমপি জাহিদ ফারুক, আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে সাদিক আবদুল্লাহ, মাহবুব উদ্দিন আহমেদ, এডভোকেট মোরশেদা বেগম লিপি, আবদুল হাফিজ মল্লিক, সিরাজ উদ্দিন আহমেদ, ড, ইউনুছ আলী আকন্দ, আনোয়ার হোসাইন, পারভিন তালুকদার, শাম্মি আহমেদ ও মিল্লাহ হোসেন।
এছাড়া আগামী ৮ মে বৃহস্পতিবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা শেষে মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ৯ এপ্রিল বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরন মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ