• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তীব্র তাপদাহের মাঝে রেললাইন রক্ষণাবেক্ষনে ওয়েম্যানরা নীলফামারীতে মাদক বিরোধী কর্মশালা নীলফামারীতে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ খানসামায় মুক্তিযোদ্ধাদের কটুক্তি এবং গালিগালাজ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরকারী গাছের ডাল কাটায় ভ্যানচালকের জেল ফুলবাড়ীতে ৫৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ খানসামায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ নীলফামারীতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা স্কুল-কলেজ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ সৈয়দপুরে দুই প্রতিষ্ঠান প্রধানকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান

কালীগঞ্জে জাল ভোটকে কেন্দ্র করে আহত ৭

vot-300x168সিসি ডেস্ক: কালীগঞ্জে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত সাত জন আহত হয়েছেন।

রোববার দুপুর ২টার দিকে স্থানীয় করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুর ইসলামের সমর্থকরা বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেয়া শুরু করেন। দুপুর ২টার দিকে করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থকরা নুর ইসলামের প্রতীক আনারস মার্কায় ব্যাপক হারে জাল ভোট দিতে থাকেন।

এ খবর বাহিরে ছড়িয়ে পড়লে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহজাহান প্রমাণিকের সমর্থকরা কেন্দ্র প্রবেশ করে জাল ভোট প্রদানে বাধা দেয়। এ সময় আওয়ামী লীগ সমর্থিতরা তাদের উপর হামলা চালালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত সাত জন আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে কালীগঞ্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রাব্বী জানান, কতিপয় ব্যক্তি জাল ভোট দেয়ার চেষ্টা করেছিল মাত্র। কিন্তু আমরা সজাগ থাকায় তা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ