• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন |

নকলে সহায়তার অভিযোগে ৪ শিক্ষককের জরিমানা

জরিমানাচুয়াডাঙ্গা: দাখিল পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের নকলে সহযোগিতার দায়ে চুয়াডাঙ্গায় মাদ্রাসার চার শিক্ষককে ১,০০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার সিনিয়র আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুনিবুর রহমান এ অভিযান চালান।

অভিযুক্ত শিক্ষকরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহ দাখিল মাদ্রাসার শিক্ষক শফিউদ্দীন, হাজরাহাটি দাখিল মাদ্রাসার ইদ্রিস আলী, বেগমপুর মাদ্রাসার আশরাফুল ইসলাম ও সরাবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মুক্তার হোসেন।

ওই কেন্দ্রের দায়িত্বে থাকা সদর থানার উপপরিদর্শক আনারুল ইসলাম  জানান,  ‘মঙ্গলবার দাখিল পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। পরীক্ষা পরিদর্শনে এসে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমান নকলে সহায়তার অভিযোগে ওই শিক্ষকদের আটক করেন। পরে তাদের জরিমানা করা হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ