• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন

Digital Fair Picture, Nilphamariনীলফামারী প্রতিনিধি: দু’দিন ব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে নীলফামারীতে। শনিবার দুপুরে শহরের ছমির উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ চত্তরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মমতাজুল হক, পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান, ভাইস চেয়ারম্যান সাহিদ মাহমুদ, দৌলত জাহান ছবি বক্তব্য রাখেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী বেসরকারী দপ্তরের কার্যকম উপস্থাপিত হয়েছে ৩৫টি স্টলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাবেত আলী জানান, আগামীকাল রবিবার বিকেলে রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করবেন।

ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী
বিভিন্ন কর্মসুচীতে নীলফামারীতে ইসলামিক ফাউন্ডেশনের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেনের নেতৃত্বে বনার্ঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এসএএম রফিকুন্নবী, সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবুজার রহমান এবং ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপ পরিচালক আবুল কালাম বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত প্রি-প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হামদ-নাত, রচণা প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ