• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন |

কালবৈশাখীতে দুই জেলায় নিহত ১১

Boishakhi jhorসিসি নিউজ: কালবৈশাখীর তাণ্ডবে নেত্রকোনা ও সুনামগঞ্জে ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে নেত্রকোনায় একই পরিবারের চারজন রয়েছেন।

সোমবার ভোরে কলমাকান্দা উপজেলার সিদলী বিশ্বম্ভপুর গ্রামে একই পরিবারের চারজনসহ সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত তিনজন।

কলমাকান্দা থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, ঝড়ের তাণ্ডবে ঘর ও গাছের চাপায় সিদলী বিশ্বম্ভপুর গ্রামের একই পরিবারের আফরোজা আক্তার (৩২), তার ছেলে আব্দুস সাত্তার (১০) ও রানা (৪) এবং তাদের মামাতো ভাই রাসেল (৬) নিহত হয়েছেন। সদর উপজেলায় গাছ চাপায় নিহত হয়েছেন ফজর আলী (১৪)সহ আরো তিনজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত বয়ে যাওয়া ঝড়ে জেলার ধরমপাশা, জামালগঞ্জ ও দিরাই উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কালবৈশাখীতে ধরমপাশা উপজেলায় তিনজন এবং সদর উপজেলায় আরো একজন নিহত হয়েছেন। ঝড়ে এলাকার ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে গেছে শতাধিক গাছপালা। এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

নিহত ব্যক্তিদের মধ্যে শামছুল হক নামের এক পাহারাদার ছিলেন। অন্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ