• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তীব্র তাপদাহের মাঝে রেললাইন রক্ষণাবেক্ষনে ওয়েম্যানরা নীলফামারীতে মাদক বিরোধী কর্মশালা নীলফামারীতে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ খানসামায় মুক্তিযোদ্ধাদের কটুক্তি এবং গালিগালাজ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরকারী গাছের ডাল কাটায় ভ্যানচালকের জেল ফুলবাড়ীতে ৫৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ খানসামায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ নীলফামারীতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা স্কুল-কলেজ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ সৈয়দপুরে দুই প্রতিষ্ঠান প্রধানকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান

রিকশাচালকের সততা

taka-1421691528সিসি নিউজ : চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকার এক রিকশাচালক সততার অনন্য নজির স্থাপন করেছেন।

এক যাত্রীর ফেলে যাওয়া মানিব্যাগ এবং বড় অঙ্কের টাকার একাধিক চেক হাতে পেয়ে তা পুলিশের মাধ্যমে পুনরায় ওই যাত্রীকে ফিরিয়ে দিয়েছেন।

সোমবার রাতে চট্টগ্রামের বাকলিয়া থানায় এই ঘটনা ঘটে। সততার এই নজির স্থাপনকারী রিকশাচালকের নাম মোহাম্মদ রাজু (২৭)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন রাইজিংবিডিকে জানান, সন্ধ্যার দিকে রিকশাচালক রাজু তার রিকশার আসনে কোনো এক যাত্রীর ফেলে যাওয়া একটি মানিব্যাগ কুড়িয়ে পান। সঙ্গে সঙ্গে তিনি মানিব্যাগটি নিজের কাছে না রেখে বাকলিয়া থানায় নিয়ে আসেন।

পরে পুলিশ মানিব্যাগে থাকা কাগজপত্র ও ফোন নম্বরের মাধ্যমে মানিব্যাগের প্রকৃত মালিক জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করে। তাকে থানায় ডেকে আনা হয়। এরপর পুলিশের উপস্থিতিতে রিকশাচালক রাজু মানিব্যাগ ও ব্যাগে থাকা টাকার চেক জাহাঙ্গীর আলমের হাতে তুলে দেন।

পুলিশ জানায়, মানিব্যাগে বেশ কিছু নগদ টাকা ও বড় অঙ্কের টাকার চেক ছিল। এই রিকশাচালক রাজু টাকা ও চেক নিজের কাছে রেখে দেওয়ার চিন্তা না করেই থানায় নিয়ে এসেছেন প্রকৃত মালিককে ফেরত দেওয়ার ইচ্ছায়। রিকশাচালক রাজু এই ঘটনার মাধ্যমে সততার নজির স্থাপন করেছেন।

মানিব্যাগ ও টাকার চেক ফিরে পেয়ে পুলিশ ও রিকশাচালকের প্রতি কৃতজ্ঞতা জানান জাহাঙ্গীর আলম। উৎস: রাইজিং বিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ