• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:২১ অপরাহ্ন |

রাজারহাটে চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

Handরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে চাঁদাবাজির মামলায় যুবলীগের আহ্বায়ক রোকনুজ্জামান (৩২) নামের এক যুবলীগ নেতাকে পুলিশ সোমবার সিংগারডাবড়ীহাট বাজার থেকে দুপুরে গ্রেপ্তার করেছে। মামলার বিবরণে প্রকাশ, দীর্ঘদিন ধরে সিংগারডাবড়ীহাট স্কুল এন্ড কলেজটিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। অবশেষে গত ২১ এপ্রিল ওই প্রতিষ্ঠানটিতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ম্যানেজিং কমিটির সভাপতি পদে কুড়িগ্রাম-২ আসনের সংসদ ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম চৌধুরীকে সভাপতি পদে মনোনিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। সভাপতির মনোনীত ও ঘড়িয়ালডাঙ্গা ইউপি জাপার সাংগঠনিক সম্পাদক মো. নুর ইসলাম (৪৬) কে কমিটির বিদ্যুৎসাহী সদস্য হিসেবে এমপি মনোনীত করেন। এর পর থেকে ওই এলাকার স্থানীয় যুবক ও ঘড়িয়ালডাঙ্গা ইউপি যুবলীগের আহ্বায়ক রোকনুজ্জামান বিদ্যুৎসাহী সদস্য নুর ইসলামের নিকট ১ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল এবং সে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করে। এরই সূত্র ধরে গত শনিবার দুপুরে সিংগারডাবড়ীহাট বাজারে নুর ইসলাম পৌঁছা মাত্র পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল বাতেন ও যুবলীগ নেতা রোকনুজ্জামানের নেতৃত্বে ৫/৬ জনের একদল দূর্বৃত্ত তাকে অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুত্বর জখম করে তার নিকট থাকা ১০ হাজার ২২০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওইদিন রাতে জাপা নেতা নুর ইসলাম বাদী হয়ে যুবলীগ নেতা রোকনুজ্জামানকে প্রধান আসামী করে ৬ জনের নামে রাজারহাট থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। যার মামলা নং-১৮, তাং-২৫-০৪-২০১৫ ইং। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, চাঁদাবাজির মামলায় গ্রেপ্তরকৃত রোকনুজ্জামানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ