• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:২২ অপরাহ্ন |

পার্বতীপুরে এইচআইভি প্রতিরোধে আলোচনা অনুষ্ঠিত

Parbatipur(Dinajpur) Photo ROKUNUZZAMAN 17-05-2015পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে রোববার (১৭ মে) দুপুরে শহরের মোজাফফর নগর সবজি বাজার মসজিদ সংলগ্ন লাইট হাউজ কার্যালয়ে জিএফএটিএম, আরসিসি প্রোগ্রাম, দি গ্লোবাল ফান্ড এর আর্থিক সহযোগীতায় এবং আইসিডিডিআরবি’র কারিগরীর সহতায় এইচআইভি/এইডস প্রতিরোধে লোকাল লেবেল সেন্সিটাইজেশন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লাইট হাউজ এর ম্যানেজার শাহিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, পার্বতীপুর পৌরসভার প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ। এছাড়াও উপজেলা কমিউনিটির সহকারী ডাঃ শামসুল আলম খান, উপজেলা ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসুচির সিনিয়র ম্যানেজার আনোয়ার হোসেন, সুর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার হেমন্ত কুমার রায়, বালিকা বিদ্যাপীঠের শিক্ষিকা আফরোজা সুলতানা বানু, হেল্প এর সুপারভাইজার সুব্রত মুখার্জী বিভিন্ন মসজিদের ইমাম, প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। সার্বিক সহাতায় ছিলেন জামিন হেমরম ও আউটরিচ সুপারভাইজার। সভায় তুলে ধরা হয় এমএসএম ও হিজরা জনগোষ্ঠীর জন্য ডিআইসি (ড্রপ ইন সেন্টার) স্থাপন ও কার্যকরী সেবা প্রদান। এমএসএম ও হিজরা জনগোষ্ঠীকে সেবা প্রদানে সমকর্মী গড়ে তোলা। সামাজিক যোগাযোগ, এ্যাডভোকেসী ও সামাজিক জনগোষ্ঠীর অংশগ্রহন উপযোগী পরিবেশ তৈরী। লক্ষ্যভুক্ত জনগোষ্ঠী অর্র্থাৎ এমএসএম ও হিজরা জনগোষ্ঠীর ঝুকিপূর্ণ আচরণ হ্রাসকরনে বিসিসি উপকরণ তৈরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ