• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন |
শিরোনাম :

দিনাজপুর কলেজে ছাত্রী হোস্টেলের ভিত্তি স্থাপন

Iqbalur-Rahim-MP-Picদিনাজপুর : দিনাজপুর সরকারি কলেজ ছাত্রীদের জন্য একশ শয্যা বিশিষ্ট  হোস্টেলের ভিত্তি স্থাপন করা হয়েছে। শনিবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট ছাত্রী হোস্টেল ভবনের ভিত্তি স্থাপন উদ্বোধন করেন।

পরে কলেজ ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি কলেজের প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ইলিয়াস আলম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজন প্রমুখ।

এদিকে হুইপ অপর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি জাতীয় অর্থনীতিতে নারীদের ভূমিকা অপরিসীম উল্লেখ করে বলেছেন, নারীদের দরিদ্রতা থেকে মুক্ত করতে হস্তশিল্প, কুটির শিল্প, ছাগল ও গরু পালনসহ বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মদক্ষতা বাড়ানোর উদ্যোগ নেয় সরকার। যা ব্যাপকভাবে সফল হয়েছে। এখন সমাজের বেশিরভাগ নারী আত্মনির্ভশীল। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক পরিবর্তন আসছে। আমরা স্বল্প সময়ের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছি।

শনিবার দিনাজপুর মহিলা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহে অনুদানের চেক বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বানু হাবিব, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তারিকুন বেগম লাবুন, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা প্রমুখ।

আলোচনা সভা শেষে ৫৩টি মহিলা সমিতির মধ্যে ৯ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বানু হাবিব জানান, চলতি বছর ১৩টি উপজেলায় ৭৮টি সংগঠনের সমিতির মধ্যে এককালীন অনুদান ১২ লাখ ২৫ হাজার ও স্বেচ্ছাধীন ১ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ