• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন |

রাজনীতি থেকে দূরে থাকতে চান এরশাদ

New Rose Cafe, Saidpur

এরশাদসিসি ডেস্ক: রাজনীতি থেকে দূরে থাকার আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, আমি সৈনিক ছিলাম। রাজনীতিবিদ হয়েছি। কাজটা বোধহয় ঠিক হয়নি।

রাজধানীতে গারো সম্প্রদায় আয়োজিত ‘ঢাকা ওয়ানগালা-২০১৫’ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।

এরশাদ বলেন, এখন রাজনীতি থেকে দূরে থাকতে চাই। অনেক হয়েছে। তোমাদের মাঝে আবার আসবো। হয়তো সে সময় কোনো পদ-পদবি থাকবে না।

গারো সম্প্রদায়ের উদ্দেশ্যে সাবেক এই সেনাপ্রধান বলেন, আমি ইপিআরে ময়মনসিংহ জেলায় কাজ করেছি। গারো পাহাড়গুলোর সমস্ত রাস্তা আমার চেনা-পরিচিত। গারোদের দুর্দশা, দরিদ্রতা ও কষ্ট দেখেছি। সরকারি চাকরিতে গারো, চাকমাসহ সকল উপজাতির জন্য ১০ শতাংশ কোটার ব্যবস্থা করেছি আমি। এখন আছে কিনা জানি না। আমি খোঁজ নিয়ে দেখবো। যদি আবার কোনোদিন সুযোগ হয়, গারোদের জন্য অক্ষরে অক্ষরে দায়িত্ব পালন করবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ