ঢাকা: ‘অবাধ ও নিরপেক্ষ’ নির্বাচন হলে মেয়র পদে বিএনপি কমপক্ষে ৯৫ ভাগ পৌরসভায় জয়ী হবে বলে দাবি করেছেন দলটির যুগ্ম মহাসিচব সদ্য কারামুক্ত নেতা রুহুল কবির রিজভী।
তবে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা ব্যক্ত করে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, ইসি যেন বিশেষ মহলের অ্যাডভান্স বুকিং প্রতিষ্ঠানে পরিণত না হয়।
দীর্ঘদিন পর বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আসার পর উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া বিএনপির লাগাতার অবরোধের মধ্যে আত্মগোপনে থাকা রিজভীকে ৩০ জানুয়ারি গভীর রাতে বারিধারার এক বাসা থেকে আটক করে র্যাব। প্রায় দশ মাস কারাভোগের পর গত সোমবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।
‘বন্দি গণতন্ত্রকে’ মুক্ত করার জন্য এবং আন্দোলনে ধারাবাহিকতার অংশ হিসেবে বিএনপি পৌর নির্বাচনে অংশ নিয়েছে মন্তব্য করে রিজভী আহমেদ বলেন, তবে নির্বাচন নিরপেক্ষ হবে না। কারণ কোনো ধরনের উসকানি ও কারণ ছাড়াই পৌর নির্বাচনের আগেই সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের গণগ্রেফতার করে কারাগারে পাঠানো হচ্ছে।
এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘জাতীয় নির্বাচন অবশ্যই দিতে হবে। কোনো অবৈধ সরকার ক্ষমতায় থেকে ছড়ি ঘোরাতে পারবে না। অবৈধ এই সরকারের পতন হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।’
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘কারাগার ও কারাগারের বাইরের জনজীবন একই বন্দিশালা। এখানে মত প্রকাশ ও জনগণের কথা বলার স্বাধীনতাকে গলা টিপে হত্যা করা হয়েছে। মানুষ এখন শুভেচ্ছা জানাতেও ভয় পাচ্ছে। দেশে একটা ভয়ংকর পরিস্থিতি বিরাজ করছে। সারা দেশে অঘোষিত কারফিউ জারি করা হয়েছে।’
এ সময়ে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন উপস্থিত ছিলেন।