• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ন |

মুক্ত ফেসবুকে তারানা হালিমের প্রথম স্ট্যাটাস

New Rose Cafe, Saidpur

তারানা হালিমসিসি নিউজ: বাংলাদেশে ফেসবুক বন্ধ হওয়াতে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পরেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বৃহস্পতিবার দুপুরে ফেসবুক খুলে দেওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে তিনি প্রথম স্ট্যাটাস দেন। বরাবরের মতো এখানেও তাঁর স্ট্যাটাসের নিচে অনেকেই ফেসবুক বিষয়ে নানান সমালোচনামূলক কমেন্ট লিখেছেন।

তারানা হালিম তাঁর ফেসবুকে দেওয়া প্রথম স্ট্যাটাসে লিখেছেন, “রাষ্ট্র ও জনগণের স্বার্থে সরকার এতদিন সাময়িকভাবে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রেখেছিল। আজ সরকার কতৃক ফেসবুক পুনরায় খুলে দেওয়া হয়েছে। ফেসবুক বন্ধ থাকার সময়ে দেশের জনগণ বিশেষকরে আমাদের তরুণ প্রজন্ম তাদের সাময়িক অসুবিধার পরেও দেশ ও জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেসবুক ব্যবহার থেকে বিরত থেকে যে দেশপ্রেমের পরিচয় দিয়েছেন তার জন্য আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আশাকরি আমরা ভবিষ্যতেও রাষ্ট্র ও জনগনের নিরাপত্তার কথা মাথায় রেখে সরকার কতৃক গৃহিত যেকোন পদক্ষেপ একজন খাটি দেশপ্রেমিক নাগরিকের ন্যায় মেনে নিবো”।

প্রসঙ্গত, নিরাপত্তার কারণ দেখিয়ে গত ১৮ নভেম্বর থেকে টানা ২২ দিন ফেসবুক বন্ধ থাকার পর বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে বিটিআরসি ফেসবুক খুলে দিতে আইজিডব্লিউ ও মোবাইল অপারেটরদের নির্দেশ দেন। মাত্র পনে এক ঘন্টার মধ্যেই দেশের সর্বত্রে ফেসবুক খুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ