সিসি ডেস্ক: ভোটে বিজয়ের পাশাপাশি জোটের ঐক্যকে অটুট রাখার প্রতি গুরুত্ব দিচ্ছে বিএনপি। চলতি পৌর নির্বাচনে শরিক দল জামায়াত ও ইসলামী ঐক্যজোটকে ছাড় দিতে যাচ্ছে দলটি। আজকের মধ্যেই কয়েক পৌরসভাতে বিএনপির মনোনীত প্রার্থী সরে দাঁড়াবেন। স্থানীয় নেতারা উভয়ের মধ্যে সমঝোতা করবেন, তারা সফল না হলে জোট নেত্রী খালেদা জিয়া নিজেই সমাধান দেবেন। এর মূল লক্ষ্য জোটের ঐক্য আরো সুদৃঢ় করা ও একই সাথে বিজয় নিশ্চিত করা। এদিকে বিএনপি-জামায়াতসহ শরিকদের অভিযোগ- তাদের ঐক্যে সন্দেহ প্রবেশ করানো, জোটে ফাটল ধরানো এবং ভোটে পরাজয় ঘটাতেই ২০ দলীয় জোটের বিরুদ্ধে ক্ষমতাসীনরা নানামুখী কৌশল অবলম্বন করছে। সরকারের চাপে জামায়াতে ইসলামীর নেতারা পৌরসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন বলে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে বিএনপি।
নির্বাচন কমিশন সূত্রমতে, ২৩৪ পৌরসভাতে এবার নির্বাচন হচ্ছে। প্রচারণা শুরু হয়েছে গত বুধবার থেকে। কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ১৩ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৪ ডিসেম্বর। ভোট গ্রহণ করা হবে ৩০ ডিসেম্বর। এর আগে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডি এবং বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলীয় প্রত্যয়নপত্র দেয়া হয়। বড় দুই দলের তরফ থেকে জোটের শরিকের কাছে প্রার্থী তালিকা চাওয়া হয়। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতার কাছে দাখিলও করেছেন। আলোচনা ও সমঝোতার প্রেক্ষিতে এখন একক প্রার্থী রাখার চেষ্টা অব্যাহত রয়েছে। শরিকদের মতে, বর্তমান বৈরী রাজনৈতিক পরিবেশে ভাগাভাগির বা পাওয়া না পাওয়ার বিষয়টির চেয়ে গুরুত্বপূর্ণ ভোটের লড়াইয়ে বিজয়ী হওয়া। নানা চক্রান্তের মধ্যেও জোটের ঐক্য মজবুত করা। বেদখলে যাওয়া রাজপথ ও ভোটের অধিকার ফিরে পাওয়াই বড় কথা। সূত্রমতে, ২৩৪টি পৌর সভার মধ্যে ২৩১টিতে দল সমর্থিত প্রার্থী দিয়েছে বিএনপি। চট্টগ্রামের চন্দনাইশ ও কুষ্টিয়ার ভেড়ামারায় শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় পার্টির (জাফর) প্রার্থীকে সমর্থন দিয়েছে বিএনপি। এদিকে জামায়াতের তরফ থেকে প্রথমে ৪০টি পৌর সভায় জোটের সমর্থন চেয়েছিল। দলীয় প্রতীক ব্যবহার না করায় স্বতন্ত্র প্রার্থী হয়েই জামায়াতের নেতারা ভোটের মাঠে রয়েছেন। যাচাই বাছাইয়ের পর ৩৫টি পৌরসভায় জামায়াতে ইসলামীর নেতারা মেয়র পদে প্রার্থী হয়েছেন। এই পৌরসভাগুলোতে বিএনপি প্রার্থীরা জয়ের সম্ভাবনা অনেক বেশি দেখেন। কিন্তু জামায়াতের প্রার্থী থাকায় বিএনপির প্রার্থীর ভোটে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আরেক শরিক ইসলামী ঐক্যজোটের তরফ থেকে তিনটি পৌরসভায় তাদের মনোনীত প্রার্থীকে সমর্থন দেয়ার আবদার করেছেন জোট প্রধানের কাছে। অন্তত একটি হলেও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাতে তাদের প্রার্থী রাখার শেষ দাবি জানিয়েছে। এসব বিষয় মাথায় রেখেই গত বৃহস্পতিবারে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভাতে শরিকদের ছাড় দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে তার আগে যাচাই-বাছাইয়ের বিষয় রয়েছে বলে মনে করছেন নীতিনির্ধারকরা। গতকালই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংশ্লিষ্ট পৌরসভা ও জেলার নেতাদের কাছে একটি বার্তা দিয়েছেন। জামায়াত নেতাদের সাথে স্থানীয়ভাবে আলোচনা করে একটি সমঝোতায় পৌঁছার নির্দেশ দেয়া হয়েছে বার্তায়। বিজয় যার সম্ভাবনাময় তাকে রেখে অপরজনকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। তারা সমঝোতায় সফল না হলে আজকের মধ্যেই কেন্দ্রকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজন হলে কেন্দ্র থেকে একটি সিদ্ধান্ত দেয়া হবে।
নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জামায়াত ও ইসলামী ঐক্যজোট এই দুই শরিককে এক ডজন পৌরসভায় ছাড় দেয়া হতে পারে। জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ইনকিলাবকে বলেন, সত্যি কথা বলতে তো দ্বিধা নেই, সারা দেশে আমাদের দলের সাংগঠনিক শক্তিশালী ভিত নেই। যেখানে যেখানে আছে তারা কাজ করছেন। তিনি বলেন, দলীয়ভাবে আমরা কোনো প্রার্থী দিইনি। ১১ জন মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে। কিন্তু আমরা মনে করছি, কল্যাণ পার্টির চেয়ে বিএনপির প্রার্থী শক্তিশালী। তাই তাদের সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিই। আমরা চাই, নিজেদের মধ্যে ঝগড়া না করে জোটের প্রার্থী জিতে যাক। আরেক শরিক জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেন, আমাদের দল থেকে মেয়র পদে কোনো প্রার্থী দেয়া হয়নি। আমাদের লক্ষ্য জোটের প্রার্থীর বিজয়। সেই জয়ের জন্য যা যা করা প্রয়োজন, সবই করা হবে। ইতিমধ্যে জোটের প্রার্থীর পক্ষে কাজ করতে সারা দেশের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। উত্তরবঙ্গের ছেলে হিসেবে ওই এলাকায়ই নামতে চাই। সরকারের কৌশল প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, আমরা জানতে পেরেছি, সরকারদলীয় ব্যক্তিদের চাপে জামায়াতের অনেক নেতাকে প্রার্থী হতে হয়েছে। ৩৫টি পৌরসভায় জামায়াত প্রার্থী দিয়েছে। মূলত বিএনপি প্রার্থীকে চাপে রেখে জোটের শরিকে শরিকে লড়াইয়ে ব্যস্ত রাখতে সরকার এটা করছে। তিনি বলেন, গতকালের (বৃহস্পতিবার) স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। আরও দুদিন সময় আছে। যতটা সম্ভব সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।