ঢাকা: ছাত্রলীগার হওয়া এত সহজ নয় বলে মন্তব্য করেছেন ডা. নুজহাত চৌধুরী। আবেগ জড়ানো কণ্ঠে আলোচনা সভায় আগত ছাত্রলীগ কর্মীদের উদ্দেশ্যে শহীদ বুদ্ধিজীবী ডা. আলিম চৌধুরীর কন্যা বলেন, ‘ছাত্রলীগার হওয়া এত সহজ নয়। আওয়ামী লীগার হওয়া এত সহজ নয়। আওয়ামী লীগ আদর্শের দল। আদর্শের পথ কঠিন। তোমরা কি রাজি আছ সেই কঠিন পথে চলতে।’ তখন রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা ছাত্রলীগের কর্মীরা তার কণ্ঠের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সমস্বরে হ্যাঁ বলে উঠেন।
রবিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ডা. নুজহাত ছাত্রলীগ কর্মীদের উদ্দেশে বলেন, তোমাদের বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শে চলতে হবে। তোমরা টাকার কাছে বিক্রি হবে না। তাহলেই বুদ্ধিজীবী দিবসের এই কর্মসূচি সার্থক হবে।
তিনি বলেন, নিজেকে ছাত্রলীগ, আওয়ামী লীগার বলা অত সহজ নয়। কারণ আওয়ামী লীগ কোনো ভুঁইফোড় সংগঠন নয়। যদি নিজেকে ছাত্রলীগার বল তাহলে আদর্শের রাজনীতি করতে হবে। তবে স্লোগান দেওয়া ও নেতার পেছনে রাজনীতি করা সহজ। তোমরা এমন নেতা হবে যাদের কাছে ভিন্ন ধর্মের মানুষ নিরাপদ থাকবে।
ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে ‘বোনের অধিকার নিয়ে বলছি’ উল্লেখ করে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ সহযোগী অধ্যাপক বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রতিবার কথা বলি। কিন্তু তোমাদের কাছে বার বার ছুটে আসি। তোমাদের মতো নতুন প্রজন্মের জন্যই আমার বাবার মতো অনেক বুদ্ধিজীবী বুকের রক্ত দিয়েছেন। তোমাদের মাঝে আমরা নতুন প্রজন্মের বুদ্ধিজীবী দেখতে চাই। আমার বাবার মতো যারা বুদ্ধিজীবী রয়েছেন তারা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আত্মদান করেছেন। তোমাদের কাছে দেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা। তাই তোদের কাছে বোনের অধিকার নিয়ে কিছু কথা বলতে চাই।
ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘তোমরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর স্লোগান’ দাও। কিন্তু তোমরা কি বঙ্গবন্ধুর আদর্শে তৈরি হচ্ছো? তোমরা জাতীয় চার নেতাকে বুঝতে পারছো? এ সময় তীব্র অবেগে তার চোখে মুখে কান্না চলে আসে। স্তব্ধ হয়ে যায় পুরো মিলনায়তন।
ছাত্রলীগের নেতা-কর্মীদের আদর্শের চর্চার করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এদেশের মানুষ বার বার তোমাদের ডাকে ছুটে আসে। এদেশের মানুষ প্রতিটি আন্দোলনে তোমাদের ডাকে ছুটে এসেছে। একাত্তর, নব্বই সব আন্দোলন হয়েছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীদের বুকের রক্ত দিয়ে। তাই বোন হিসেবে বলছি, তোমাদের যারা শত্রু, তাদের রাজনীতি ভয়ঙ্কর। তবে তারা সেই রাজনীতির চর্চা করে প্রতিটি বাক্য মুখস্ত করে। তাই তোমরা আদর্শের চর্চা কর। তোমার কাছে যদি একজন নারী নিরাপদ না হয় তাহলে তোমরা ছাত্রলীগার ও আওয়ামী লীগার হতেই পার না।
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে সভায় আরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন ।