• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন |

আমার নামে বদনাম ছড়ানো হচ্ছে: বিজয়

New Rose Cafe, Saidpur

176239_1সিসি নিউজ: ‘পাড়ার বখাটে ছেলে ওরা। আমাদের বাসা থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা করেছে। আমার পরিবার বাধা দিতে গেলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমার বাবা ও পরিবারের লোকজনকে অপমান করেছে। আমি এ ঘটনা শুনে ঢাকা থেকে বাড়িতে গিয়েছিলাম। অভিযোগ করতে গেলে থানা থেকে মীমাংসার কথা বলা হয়েছে। এখন আমার নামে উল্টো এসব বদনাম ছড়ানো হচ্ছে। আমি এসবের কিছুই জানি না।’ বাড়িওয়ালার ছেলেকে সোমবার পিটিয়ে আহত করার অভিযোগ প্রসঙ্গে ক্রিকেটার এনামুল হক বিজয় এভাবেই নিজের অভিব্যক্তি ব্যক্ত করেন।

নিজে খেলা নিয়ে ব্যস্ত থাকেন। পরিবারের কথা জানার পর তিনি গিয়েছেন বাড়িতে। থানায় গিয়েছিলেন অভিযোগ করতে। থানা থেকে মিটমাটের কথা বললে তারা ফিরে যান। পরে বাড়িওয়ালার ছেলে মোতালেব হোসেন বাপ্পিকে পিটিয়ে আহত করার অভিযোগ করে বিজয়ের পরিবার যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির মালিক।

এ বিষয়ে বিজয় বলেছেন, ‘আমি কেন ওদের পিটাতে যাব। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি জাতীয় দলের ক্রিকেটার। আমি খেলা নিয়ে ব্যস্ত থাকি। আমার এসবের সময় কই? ওরাই আমার পরিবারকে অপমান করে এখন আমার নামে এসব ছড়াচ্ছে। আমি এসবের কিছুই জানি না। আমাকে সবার কাছে খাটো করতেই এমনটি করেছে। আমি এর প্রতিবাদ জানাই।’

উল্লেখ্য, জাতীয় ক্রিকেটার এনামুল হক বিজয়ের ব্যাটের আঘাতে তাদের বাড়িয়ালার ছেলে মোতালেব হোসেন বাপ্পী (২৪) গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত বাপ্পি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার গৌরিশংকর আগরওয়ালা সড়কের আব্দুল হালিমের ছেলে। তাদের বাড়িতে ক্রিকেটার বিজয়ের পরিবার ভাড়া থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ