খেলাধুলা ডেস্ক : বয়স ৩৪ হলেও পারফরম্যান্সে আগের মতো ধার নেই ডেভিড ভিয়ার। তবে তার বয়েসের অনেকেই দাপটের সঙ্গে খেলছেন। দেশের জার্সিতে ৯৭টি ম্যাচ খেলেছেন স্প্যানিশ এই তারকা। আর মাত্র ৩ ম্যাচ খেলতে পারলেই স্প্যানের জার্সি গায়ে শততম ম্যাচের মাইলফলক ছুঁতে পারতেন।
ব্রাজিল বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেন ভিয়া। তবে দেশের হয়ে ম্যাচের সেঞ্চুরি পূরণের জন্য আবারও স্পেন দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তবে তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের টপকে জাতীয় দলে ফেরাটা কঠিনই হবে বলে মনে করেন এই তারকা। তার ওপর কোচ ভিসেন্তে দেল বস্কের আস্থা অর্জন অনেক বড় এক বিষয়।
জাতীয় দলে ফেরার আগ্রহ প্রকাশ করে এক সাক্ষাৎকারে ভিয়া বলেন, ‘জাতীয় দলের হয়ে ১০০টি ম্যাচ খেলার খুব কাছাকাছি অবস্থানে রয়েছি। আমি আবারো স্পেন দলে ফিরতে চাই। তবে এটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। সবকিছুই কোচের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তা ছাড়া দলে এখন খুবই প্রতিভাবান তরুণ ফরোয়ার্ড রয়েছে। তাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।’
এখন পর্যন্ত স্পেনের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার শীর্ষে ভিয়া। ৯৭ ম্যাচ খেলে পতিপক্ষের জালে তিনি ৫৯ বার বল পাঠিয়েছেন। আবার জাতীয় দলে ডাক পেলে ভিয়া সে সংখ্যাটা বাড়ানোর সুযোগ পাবেন।