দিনাজপুর প্রতিনিধি : ২০ দলীয় জোট নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান পৌর নির্বাচনে অবিলম্বে সেনাবাহিনী মোতায়েনের দাবী জানিয়ে বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ইতোমধ্যেই সহিংসতা ও সন্ত্রাস ছড়িয়ে পড়েছে। সরকারের প্রশ্রয়ে জঙ্গী তৎপরতায় ভোটারদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। ডিসি এবং ওসি সাহেবরা অসহায়। এখন সেনাবাহিনীই একমাত্র ভরসা।
শফিউল আলম প্রধান বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিনাজপুর পৌরসভা নির্বাচনে বিএনপির নেত্বতাধীন ২০ দলীয়জোটের মেয়র প্রার্থী বর্তমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের ধানের শীষের পক্ষে জেলা জাগপার উদ্যোগে শহরের কয়েকটি স্থানে পৃথক গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন। শফিউল আলম প্রধান বলেন, সেনাবাহিনী নামাতে জালিমশাহীর অসুবিধা কোথায় তা দেশবাসি জানে। কিন্তু নির্বাচন কমিশন দালালিতে নামবে কেন ? তিনি সরকারকে সতর্ক করে বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, দেশের জনগণ কারো রায়ত-প্রজা নয়। ২০ দল রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচনের সদিচ্ছা দেখিয়েছে। এই ম্যাসেজ বুঝতে না পারলে কপালে খারাপী আছে। এ দেশে হাওয়া বদলাতে সময় লাগে না। সুতারাং ৫ জানুয়ারীর পথে হাঁটার চেষ্টা করবেন না।
এ সব পথসভায় শফিউল আলম প্রধানের সাথে ছিলেন জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সহ-সভাপতি খন্দকার আবেদুর রহমান, সমাজসেবা সম্পাদক দেওয়ান মো. রুকনুদ্দীন, যুব জাগপার সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দীন, জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, জেলা জাগপা নেতা শাহজাহান খোকন, এ্যাড. নুরুন নবী, মাহবুব আলম ননী, ইশতিয়াকুল আলম, অরুন কুমার মোহন্ত, যুব জাগপা নেতা সৈয়দ ইমরুল কায়েস রুপম, রইসুল ইসলাম রাসেল, আবুল হোসেন খোকন, মহিলা জাগপা নেত্রী শাহিনুর বেগমসহ অন্যান্য নেতাকর্মী।