ঢাকা: নির্বাচন কমিশন একটি নিষ্ক্রিয় ‘ডাকঘরে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
দলের সহ-দফতর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত শনিবার গণমাধ্যমে পাঠোনো বিবৃতিতে এ অভিযোগ করেন রিজভী।
অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিবৃতি হুবহু তুলে ধরা হলো-
জামালপুর জেলাধীন মেলান্দহ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিল্লাত এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল গফুরকে গত ২৪ ডিসেম্বর ২০১৫ গ্রেফতার করেছে পুলিশ।
গতরাতে নির্বাচনী প্রচারণার সময় সন্দ্বীপ পৌর নির্বাচনে বিএনপির প্রধান সমন্বয়কারী মনিরুল ইসলামকে আওয়ামী সন্ত্রাসীরা কুপিয়ে গুরুত্বর জখম করে, তার সঙ্গে বিএনপির আরো দুইজন কর্মী হায়দার আলী ও সোহাগকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। তারা তিনজনেই এখন স্থানীয় হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।
নেত্রকোনা দূর্গাপুর পৌরসভার প্রার্থীর বড় ভাই জুলহাস খাঁন, ছাত্রদলের সাধারণ সম্পদক সাবু মিয়া, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল-আমিন ও ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতিসহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূইয়াকে নিজ নির্বাচনী পৌর এলাকায় খাগড়াছড়ি ছাড়তে বারবার স্থানীয় পুলিশ প্রশাসন চাপ প্রয়োগ করছে এমনকি এক প্রকার হুমকি প্রদর্শন করছে। তিনি এই এলাকার বিএনপির দুইবারের সংসদ সদস্য হিসেবে ধানের শীষ প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো এবং ভোটার হিসেবে ভোট প্রদান করা তার সাংবিধানিক অধিকার।
এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ব্যাপকভাবে হয়রানি ও হুমকি প্রদর্শন করা হচ্ছে। তাদের বাড়ীতে বাড়ীতে গিয়ে পরিবারের সদস্যদেরও হুমকি ও গ্রেফতারের ভয় দেখানো হচ্ছে। গত মঙ্গলবার রাতে মাটিরাঙ্গা পৌরসভার আদর্শগ্রাম এলাকায় উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলামকে হত্যার মাধ্যমে নির্বাচনী পরিবেশ সম্পূর্ণ নষ্ট এবং জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।
নিহত কৃষকদল নেতার স্ত্রীকে গভীর রাতে তুলে নিয়ে গিয়ে পুলিশ-প্রশাসন মনগড়া এফ.আই.আর এ স্বাÿর দিতে বাধ্য করেছে, প্রকৃত আসামীদের আড়াল করা হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় নিহত ব্যাক্তির পরিবার মামলাও দায়ের করতে পারেননি। মাটিরাঙ্গা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশ করতেও বাধা সৃষ্টি করেছে পুলিশ-প্রশাসন।
আসন্ন পৌরসভা নির্বাচনে নোয়াখালী জেলার চৌমুহনী পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী হচ্ছে সরকারী একটি সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তার ভাই, সেখানে বিএনপি’র মনোনীত প্রার্থীকে নির্বাচনী প্রচার প্রচারণায় বাধা প্রদান ও হুমকি।
সাতক্ষীরা জেলাধীন কলারোয়া পৌরসভা নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থীর বাড়ীতে গিয়ে আওয়ামী সন্ত্রাসীদের নির্বাচনী প্রচার প্রচারণা থেকে বিরত থাকার হুমকি প্রদান।
হবিগঞ্জে এডিসনাল এসপি সহিদুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ বিএনপি’র নেতা-কর্মী ও সমর্থকদের বাড়ীতে বাড়ীতে দিয়ে গ্রেফতার করার জন্য দৌড়াচ্ছে কাউকে এলাকায় থাকতে দিচ্ছে না। মিজানুর রহমান চৌধুরী যুগ্ম সম্পাদক হবিগঞ্জ জেলা বিএনপি’র বাসায় ব্যপক ভাংচুর চালায় এবং যুবদল নেতা হেলাল আহমেদকে পুলিশ গ্রেফতার করে।
যশোর জেলায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। চট্টগ্রামে ৭৭, যশোরে ৫৬ এবং গাইবান্ধায় ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা,
সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
বিশ্ব উষ্ণায়নের জেরে পৃথিবীর দেশে দেশে অতিবৃষ্টি, অতি অনাবৃষ্টি, অতি তুষারপাতের ফলে প্রাকৃতিক পটপরিবর্তন যেমন দৃশ্যমান তেমনি বাংলাদেশে আওয়ামী শাসনের ফলে সৃষ্ট অতি সন্ত্রাস, বেপরোয়া লুটতরাজ আর নজীরবিহনী দখলবাজীতে বাংলাদেশের রাজনীতির ধারাবাহিক দৃশ্যপট পাল্টিয়ে গেছে, মৃত গণতন্ত্রের অশরীরি আত্মা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গুমরে গুমরে কাঁদছে। ২০১১ সালে দেশব্যাপী পৌর নির্বাচন ও ২০১৩ সালে ৫টি সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সশব্দ পরাজয়ের গ্লানি মেটাতে গিয়ে পরবর্তীতে সকল নির্বাচনে বন্দুক, গুম, ককটেল ও বোমার ওপর নির্ভর করছে। দেশের মানুষের কাছ থেকে ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য তাদের যে নির্মম পরাজয় হয়েছে সেটি তারা কখনোই বিশ্বাস করতে চায় না। তাই এখন নির্বাচনগুলোয় দখলদারিত্ব বজায় রাখছে।
গণতন্ত্রে রাজনৈতিক দলের যে ‘আধুনিক কনসেপ্ট’সেটিকে বিকৃত করে তারা রাষ্ট্র ও সমাজের রন্ধ্রে রন্ধ্রে দলবাজি টিকিয়ে রাখছে সমাজবিরোধী গ্যাংয়ের মতো। ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা নির্বাচনের পর তাদের নিষ্ঠুর আচরণ এতবেশী তীব্রতর হয়ে উঠেছে যে মনে হয় তারা গণতন্ত্রের ছাইভস্মও অবশিষ্ট রাখবেন না। সরকার প্রধান ও তার সহকর্মীদের অহংকার, ঔদ্ধ্যত, দুর্নীতি ও মানুষকে ক্ষমতার দম্ভে হেয় করার প্রবণতা অতীতের সকল মাত্রাকে ছাড়িয়ে গেছে।
২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর শাসকদলের বেআইনি গুম-খুনের কর্মসূচি বর্তমানে অপহরণ, ক্রসফায়ার আর বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মহা উৎসবে পরিণত করা হয়েছে। আর এসব অপকর্ম-অপকীর্তিতে পারদর্শী মন্ত্রী, সংসদ সদস্য, দলের ক্যাডার ও আইন শৃঙ্খলা বাহিনীর বাছাইকৃত লোকজনদের উৎসবভাতাও দেয়া হচ্ছে।
সাংবাদিক বন্ধুরা,
এখন দেশজুড়ে চলছে এক ভয়াবহ দুর্দিন। সমালোচনাকে সহ্য করার কোনো ঐতিহ্য নেই আওয়ামী লীগের। গণতন্ত্রস্বীকৃত বিরোধী দলের অধিকার ও বিরোধী মতের প্রতি জন্মান্ধ বিরোধিতা আওয়ামী লীগের। তাই যেকোনো বিরোধিতা ও সমালোচনা দমন করতে সরকার এখন ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
বন্ধুরা,
সমগ্র জনজীবন গ্রাস করা বর্তমান অন্ধকারতম সময়ে আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণতন্ত্রের বাস্তব সাফল্য নির্ভর করে জনমত, রাজনৈতিক দল, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ওপর। এগুলোর যেকোনো একটির অভাব ঘটলে গণতন্ত্র দুর্বল ও বিকৃত রুপলাভ করে।
আওয়ামী লীগের শাসনের ঐতিহ্য হচ্ছে-গণতন্ত্রকে উৎখাত করা, আর আওয়ামী লীগের তাৎপর্য হচ্ছে রাজনীতি ও রক্তপাতের মধ্যে পরস্পর নির্ভরতা সৃষ্টি। এরা শান্তি, স্বস্তি ও স্থিতি চায় না। এরা জনগণকে সম্মান দিতে চায় না। হুকুম ও বাধ্য করার হুংকার ছেড়ে জনগণকে ভয় দেখিয়ে নির্বাচন করে।
নির্বাচন কমিশন একটি নিস্ক্রিয় ‘ডাকঘরে’ পরিণত হয়েছে। আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনসহ অসংখ্য অভিযোগ নির্বাচন কমিশনে পাঠানো হয়। কিন্তু নির্বাচন কমিশন নির্বিকার ও নিশ্চুপ থাকে। এই নতজানু ভূমিকার জন্য ছি: ছি: করছে মানুষ। কমিশনের এই ভূমিকার কারণেই লক্ষ্মীপুরবাসী তাহের আতঙ্কে ভুগছে। ফেনীর নিজাম হাজারীর লোকেরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দিয়ে।
আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক হানিফ বলেছেন যে, নির্বাচন কমিশন বিএনপিকে বেশী সুবিধা দিচ্ছে। তার এই বক্তব্যটিকে বছরের শ্রেষ্ঠ আলোচিত তামাশা ছাড়া মানুষ অন্য কিছু ভাবতে পারছে না। তার এই বক্তব্যে মনে হয়-ধানক্ষেত বা ধানের গোলার নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন হয়ে মুষিক বিলাপ করছে গৃহস্থের কাছে।
যদি হানিফ সাহেবের কথা সত্য হয় তাহলে ঢাকা থেকে পৌর নির্বাচনী এলাকায় শাসকদলের প্রার্থীর পক্ষে শীর্ষ সন্ত্রাসীদের পাঠাচ্ছে কারা? বিএনপি মেয়র প্রার্থীর মিছিলে ককটেল ও বোমা ফাটাচ্ছে কারা? মারনাস্ত্র দিয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুরুতর জখম করছে কারা ? যা ইতোমধ্যে আপনাদের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং আমরাও বিভিন্ন সূত্র থেকে জেনে আপনাদের অবহিত করেছি।
সাংবাদিক ভাই ও বোনেরা,
জোর করে, শক্তি প্রয়োগ করে ক্ষমতা ধরে রাখা যায়: কিন্তু মানুষের বিচার বুদ্ধিকে বেঁধে রাখা যায় না। মানুষ সবকিছুই দেখতে পাচ্ছে, উপলব্ধি করছে।
আমি দলের পক্ষে থেকে দেশবাসীকে আহবান জানাতে চাই-আসন্ন পৌর নির্বাচনে বজ্জাত, খুনী, বদমায়েস, দাম্ভিক, ক্ষমতাদর্পী ও দাগি অপরাধীদের অপতৎপরতা অগ্রাহ্য করে নির্বাচনের দিন ভোট প্রদান করতে হবে। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। সরকারি দু:শাসনে সৃষ্ট সকল চড়াই-উৎরাই অতিক্রম করে আগামী ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনকে সাফল্যমণ্ডিত করতে হবে।
আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে নড়াইলে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়েরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।
পৌর নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মী যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের আশু সুস্থতা কামনা করছি। গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবি করছি।