ঢাকা: পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলাসহ নির্বাচন পরিস্থিতি পর্যবক্ষণের জন্য সাত সদস্য বিশিষ্ট মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনু বিভাগের মহাপরিচালক (এনআইডি) ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মোহাম্মদ আবু সালেহকে প্রধান করে এই মনিটরিং সেল গঠন করা হয়।
সোমবার দুপুরে নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটির সদস্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব পর্যায়ের একজন কর্মকর্তা, পুলিশের এসপি পর্যায়ের এক জন কর্মকর্তা, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর মেজর পর্যায়ের একজন করে প্রতিনিধি এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ানের এসপি পর্যায়ের একজন কর্মকর্তা থাকবেন।