সিসি নিউজ : পৌরসভা নির্বাচনের প্রচার শেষ হয়েছে। প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠেয় এ নির্বাচনে সোমবার রাত ১২টার পর শেষ হয়েছে সবধরণের প্রচার কাজ। বুধবার সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হবে। এজন্য আয়োজনও প্রায় সম্পন্ন নির্বাচনী এলাকায় টহল শুরু করেছে বিজিবি, র্যাব, পুলিশ, কোস্ট গার্ড ও আনসারসহ লক্ষাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সঙ্গে রয়েছে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশনের (ইসি) শেষ মুহূর্তের নির্দেশনায় ভোটগ্রহণ শেষে দ্রুত ফল প্রেরণ করতে বলা হয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতা ও বিশেষ প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে ফুলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। মেয়র পদে ৯৪৩ জনসহ মোট ১২ হাজার প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে প্রায় ৩ হাজার ৫৫৫টি কেন্দ্রে ৬১ হাজার ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োজিত থাকবেন বলে ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।