সিসি ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) লেবেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ মঙ্গলবার ইসি সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এসময় তিনি ইসি বিরুদ্ধে বিমাতাসুলভ আচরণের অভিযোগ করেন।
এর আগে তার নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাত শেষে তিনি বলেন, বিএনপি সংসদে নেই। তাই স্বাভাবিক কারণেই তাদের প্রতি সদয় আচরণ করছে ইসি। কিন্তু এটা করতে গিয়ে ইসি আমাদের প্রতি বিমাতাসুলভ আচরণ করবে এমনটা প্রত্যাশিত ছিল না।
তিনি সাংবাদিকদের বলেন, পৌরসভা নির্বাচন দলীয়ভাবে হচ্ছে বিধায় মানুষের মধ্যে আগ্রহ আছে। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় তা আশা করেছিলাম। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি জায়গায় দলীয় নেতাকর্মীদের ওপর আঘাত এসেছে। কিছু কিছু জায়গায় বিমাতাসুলভ আচরণ করছে ইসি।
এ সময় অন্যদের মধ্যে দলটির নেতা ড. আব্দুর রাজ্জাক, আব্দুস সোবাহান গোলাপ, বদিউজ্জামান ভূইয়া ডাবলু উপস্থিত ছিলেন।
উৎসঃ নয়াদিগন্ত